india wins gold in rowing
রোয়িং-এ সোনা ভারতের। ছবি সৌজন্যে এনডিটিভি স্পোর্টস।

জাকার্তা: অষ্টাদশ এশিয়ান গেমসের ষষ্ঠ দিনের শেষে ভারতের পদক সংখ্যা দাঁড়াল ২৫ – ৭টি সোনা, ৫টি রুপো আর ১৪টা ব্রোঞ্জ। ভারতের হকি দল পুল এ-র ম্যাচে জাপানকে ৮-০ গোলে হারাল। এই নিয়ে তিন ম্যাচে নয় পয়েন্ট পেয়ে সেমিফাইনালে ওঠা নিশ্চিত করল ভারত।

শুক্রবার ষষ্ঠ দিনের শুরুতেই আসে সোনার খবর। সোনা আসে রোয়িং আর টেনিসে, রুপো মহিলা কবাডি দল, ব্রোঞ্জ এসেছে রোয়িং আর শুটিং-এ। পদক খতিয়ানে পঞ্চম দিনটা খুব একটা ভালো যায়নি ভারতের। কিন্তু ষষ্ঠ দিন ভারতের পদকের ঝুলি ভরাতে শুরু করেন রোয়াররা। প্রথমে দু’টি ব্রোঞ্জ পদক আনেন রোহিত কুমার/ভগবান সিং ও  দুষ্যন্ত এবং তার পরেই সোনা। পুরুষদের কোয়াড্রুপল্‌ স্কালস-এ সোনা জেতেন স্বর্ণ সিং, দাত্তু ভোকানল, ওম প্রকাশ এবং সুখমিত সিং-এর দল। তার পর শুটিং-এ ব্রোঞ্জ আনেন হিনা সিধু এবং টেনিসে সোনা আনেন বোপান্না ও শারন।


** হকিতে জাপানকে ৮-০ গোলে হারাল ভারত।

** স্কোয়াশে সেমিফাইনালে উঠলেন জোশ্না চিনাপ্পা।

** টেনিসে সিঙ্গলসের ম্যাচে সেমিফাইনালে হার। তাই ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হবে প্রজ্ঞেশ গুনেশ্বরমকে।

** ব্যাল্যান্স বিমের ফাইনালে পঞ্চম হলেন দীপা কর্মকার। এল না পদক।

** সিঙ্গলসের ম্যাচে হেরে গেলেন কিদম্বী শ্রীকান্ত।

** স্কোয়াশে সেমিফাইনালে উঠলেন দীপিকা পল্লিকাল। পদক নিশ্চিত।

** পুরুষদের পরে মহিলাদের কবাডিতেও অঘটন। ইরানের কাছে হেরে গেল ভারত। রুপো নিয়ে ভারতে সন্তুষ্ট থাকতে হবে। তবে ফাইনালে অনেক বিতর্কিত আম্পায়ারিং সিদ্ধান্তের শিকার হয়েছে ভারত।

** শুটিং-এ মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন হিনা সিধু।

** পুরুষদের টেনিসে ডাবলসের ফাইনাল জিতে সোনা পেলেন রোহন বোপান্না ও দিবিজ শারন।

** হ্যান্ডবলে পাকিস্তানকে ২৮-২৭ পয়েন্টে হারাল ভারত।

** তিরন্দাজিতে কমপাউন্ড মিক্সড টিম ইভেন্টে ভারত ১৫৫-১৪৭ পয়েন্টে ইরাককে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল।

** সাঁতারে পুরুষদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোক-এর ফাইনালে উঠলেন সন্দীপ সেজওয়াল।

** রোয়িং-এ কোয়াড্রুপল্‌ স্কালস-এ সোনা ভারতের।

** শুটিং-এ মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ফাইনালে উঠেছেন মনু ভাকের এবং হিনা সিধু।

** রোয়িং-এ পুরুষদের লাইটওয়েট ডাবল স্কালস-এ ব্রোঞ্জ জিতেছেন রোহিত কুমার/ভগবান সিং।

** ফেন্সিং-এ ভারতের মহিলাদের এপি টিম ‘রাউন্ড অফ ১৬’-এ ইন্দোনেশিয়াকে হারিয়েছে।

** রোয়িং-এ পুরুষদের লাইটওয়েট সিঙ্গল স্কালস-এ ব্রোঞ্জ জিতেছেন দুষ্যন্ত।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন