rahi sarnobat wins gold
ফাইল ছবি।

জাকার্তা: অষ্টাদশ এশিয়ান গেমসের চতুর্থ দিনে ভারতের পদক সংখ্যা আরও বাড়তে চলেছে। এশিয়ান গেমসের চতুর্থ দিনের খেলার যাবতীয় লাইভ আপডেট পেতে চোখ রাখুন এখানে।


** শুটিং-এ ফের সোনা এল ভারতের ঝুলিতে। ২৫ মিটার এয়ার পিস্তলের ফাইনাল রাউন্ডে সোনা জিতলেন রাহি সর্নোবাত।

** হকির ইতিহাসে বৃহত্তম জয়। হংকং-কে ২৬-০ গোলে হারাল ভারত।

** কুস্তিতে পদক নিশ্চিত করলেন হরপ্রীত

** হকিতে হংকং-এর বিরুদ্ধে ম্যাচে প্রথমার্ধের শেষে ১৪-০ তে এগিয়ে ভারত।

** চোটের জন্য জিমনাস্টিকের ফাইনালে নাম তুলে নিলেন দীপা কর্মকার

** মেয়েদের টেনিসে সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করলেন অঙ্কিতা রাইনা।

** সাঁতারে ৪x১০০ মিটার ফ্রিস্টাইল রিলের ফাইনালে ভারত।

** শুটিং-এ ২৫ মিটার এয়ার পিস্তল ইভেন্টের ফাইনালে উঠলেন মনু ভাকের ও রাহি সার্নোবাত।

** চতুর্থ দিন হকিতে হংকং-এর বিরুদ্ধে নামবে ভারতের পুরুষ হকি দল।

** মহিলাদের ৫০ মিটার রাইফেল ৩-এ ফাইনালে ওঠার যোগ্যতাঅর্জনকারী রাউন্ডে ভালো প্রদর্শন অঞ্জুম মুডগিলের। তবে বেশ পিছিয়ে রাহি সার্নোবাত।

** ফাইনালে উঠতে ব্যর্থ হলেন ভারতীয় সাঁতারু সন্দীপ সেজওয়াল, সজন প্রকাশ এবং অবিনাশ মণি।