asian games vinesh phogat
ইতিহাস সৃষ্টি করলেন বিনেশ

জাকার্তা এশিয়ান গেমসে দ্বিতীয় দিনের খেলা শুরু হতেই পদক তালিকায় আরও কিছুটা এগিয়ে গেল ভারত। দেখে নিন সব লাইভ আপডেট।


** ইতিহাস সৃষ্টি করলেন বিনেশ ফোগত। প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির হিসেবে এশিয়ান গেমসে সোনা জিতলেন তিনি। তাঁর প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ৬-২ ব্যবধানে জিতলেন তিনি।

** দীপক কুমারের পর শ্যুটিং-এ ফের পদক। এ বার পুরুষদের ট্র্যাপ ইভেন্টে রুপো জিতলেন লক্ষ্য শেরন।

** ফাইনালে উঠে রুপো নিশ্চিত করলেন বিনেশ ফোগত।

** সেমিফাইনাল থেকে এবার বিদায় নিলেন সাক্ষী মালিকও। তবে ব্রোঞ্জ জয়ের সম্ভাবনা এখনও রয়েছে তাঁর।

** সেমিফাইনাল থেকে বিদায় নিলেন পূজা ধন্দা।

** সেমিফাইনালে পৌঁছলেন সাক্ষী মালিক, বিনেশ ফোগত এবং পূজা ধন্দা।

** ব্যাডমিন্টনে পুরুষদের কোয়ার্টার ফাইনালে প্রথম ম্যাচ হারলেন কিদাম্বি শ্রীকান্ত।

** দশ মিটার এয়ার রাইফেলে রুপো জিতলেন দীপক কুমার।

** কাবাডিতে থাইল্যান্ডকে ৩৩-২৩-এ হারিয়েছে ভারতীয় মহিলা দল।

** হ্যান্ডবলে মালায়শিয়াকে ৪৫-১৯-এ হারিয়েছে ভারত।

** কুস্তিতে নিজের বিভাগে কোয়ার্টার ফাইনালে উঠলেন সাক্ষী মালিক। কোয়ার্টারে উঠেছেন ভিনেশ ফোগতও।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন