অতনু র‍্যাঙ্কিং-এ পঞ্চম হয়ে, দীপিকা ২০তম স্থান নিয়ে পরের রাউন্ডে

0

ভালো-মন্দয় মিশিয়ে রিও অলিম্পিকে ভারতের যাত্রা শুরু হল। পুরুষদের তিরন্দাজির ব্যক্তিগত ইভেন্টের র‍্যাঙ্কিং রাউন্ডে ৬৪ জনের মধ্যে অতনু দাস পঞ্চম হয়েছেন। কিন্তু মেয়েদের তিরন্দাজির ব্যক্তিগত ইভেন্টের র‍্যাঙ্কিং রাউন্ডে দীপা কুমারীর স্থান ৬৪ জনের মধ্যে ২০তম স্থানে। বম্বায়ালা দেবীর স্থান ২৪-এ এবং লক্ষ্মীরানি মাঝি আছেন ৪৩তম স্থানে।

র‍্যাঙ্কিং রাউন্ডে অতনুর আগে আছেন চার জন –কিম য়ু-জিন (৭০০, দক্ষিণ কোরিয়া), ব্র্যাডি এলিসন (৬৯০, মার্কিন যুক্তরাষ্ট্র), ডেভিড পাস্কুয়ালুচ্চি (৬৮৫, ইতালি) এবং সেফ ফান ডেন বেয়ার্গ (৬৮৪, নেদারল্যান্ডস)। অতনুর সংগ্রহে ৬৮৩। প্রথম রাউন্ডের শেষে অতনু তৃতীয় স্থানে থাকলেও দ্বিতীয় রাউন্ডের শেষে একেবারে ২৪তম স্থানে চলে যান। তার পর ক্রমান্বয়ে উঠে আসতে থাকেন। দ্বাদশ তথা চূড়ান্ত রাউন্ডের শেষে অতনু চলে আসে পঞ্চম স্থানে। পরবর্তী দফায় ‘রাউন্ড অব সিক্সটিফোর’-এ অতনু মুখোমুখি হবেন র‍্যাঙ্কিং তালিকায় ৬০ নম্বরে থাকা নেপালের জিতবাহাদুর মুখতানের। খেলা ৯ আগস্ট মঙ্গলবার ভারতীয় সময় রাত ৮টায়। বিশেষজ্ঞরা মনে করছেন, কোয়ার্টার ফাইনাল পর্যন্ত অতনু খুব একটা শক্ত প্রতিযোগীর মুখে পড়বেন না।

যতটা ভালো শুরু হল অতনুর, ততটা ভালো শুরু হল না সাংহাইয়ে গত এপ্রিলে অনুষ্ঠিত বিশ্ব তিরন্দাজি প্রতিযোগিতায় সোনাজয়ী মহিলা তিরন্দাজ দীপিকা কুমারীর। র‍্যাঙ্কিং রাউন্ডে ২০তম স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হল তাঁকে। প্রথম রাউন্ডের শেষে দীপিকা ছিলেন নবম স্থানে। তার পর ক্রমান্বয়ে উঠে আসেন। নিজের সুনামের সঙ্গে সঙ্গতি রেখে পঞ্চম রাউন্ডের শেষে শীর্ষে উঠে আসেন। তার পর শুধুই পড়া। মাঝে সামান্য ওঠা। শেষ পর্যন্ত ১২ রাউন্ডে ৬৪০ স্কোর করে ২০তম স্থান দখল করেন দীপিকা। ‘রাউন্ড অব সিক্সটিফোর’-এ দীপিকার প্রতিদ্বন্দ্বী জর্জিয়ার ক্রিস্টিন এসেবুয়া।

৬৩৮ পেয়ে বম্বায়ালা দেবী ২৪ তম স্থান পেয়ে মোটামুটি নিজের স্থানটি ধরে রেখেছেন। ‘রাউন্ড অব সিক্সটিফোর’-এ তাঁর প্রতিদ্বন্দ্বী  ৪১তম স্থানে থাকা অস্ট্রিয়ার লাউরেন্স বালডাউফ। হতাশ করেছেন লক্ষ্মীরানি মাঝি। ৪৩তম স্থানে  থাকা লক্ষ্মীরানিকে লড়তে হবে ২২তম স্থানে থাকা স্লোভাকিয়ার আলেক্সান্দ্রা লংভার সঙ্গে। সুতরাং লক্ষ্মীরানির রিও আশা প্রায় শেষ বলা যায়।

দলগত ইভেন্টে ভারত আছে সপ্তম স্থানে। পরের রাউন্ডে ভারতের মুখোমুখি দশম স্থানে থাকা কলোম্বিয়া।          

 

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.