Homeখেলাধুলোতিরন্দাজিতে ভারতের নতুন দল ঘোষণা, কামব্যাক অতনু দাসের

তিরন্দাজিতে ভারতের নতুন দল ঘোষণা, কামব্যাক অতনু দাসের

প্রকাশিত

প্যারিস অলিম্পিকে অংশগ্রহণের সুযোগ হাতছাড়া হওয়ার পর অবশেষে ভারতীয় তিরন্দাজি দলে কামব্যাক করলেন অতনু দাস। সোমবার সাই ইস্টার্ন রিজিওনাল সেন্টারে চার দিনব্যাপী ওপেন সিলেকশন ট্রায়াল শেষ হওয়ার পর নতুন রিকার্ভ ও কম্পাউন্ড দলের নাম ঘোষণা করা হয়।

রিকার্ভ দলে অতনু দাসের সঙ্গে আছেন তার পুরনো সতীর্থ ধীরজ বোম্মদেভরা এবং তরুণদীপ রাই। দলে নতুন সংযোজন পার্থ সওংখে। এই দল প্রথম দুই ওয়ার্ল্ড কাপ স্টেজে অংশ নেবে— স্টেজ I হবে ৮-১৩ এপ্রিল ফ্লোরিডার হেইন্স সিটিতে, আর স্টেজ II হবে ৬-১১ মে সাংহাইতে।

৪০ বছর বয়সেও অভিজ্ঞতার পরিচয় দিয়ে সিকিমের তরুণদীপ রাই দ্বিতীয় স্থানে শেষ করে দলে জায়গা করে নিয়েছেন। অন্যদিকে, মহিলাদের রিকার্ভ দলে থাকছেন প্যারিস অলিম্পিকের দুই প্রতিনিধি অঙ্কিতা ভকত এবং দীপিকা কুমারী। তাদের সঙ্গে দলে আছেন সিমরনজিৎ কৌর এবং অংশিকা কুমারী।

জাতীয় খেতাব জেতার পর দীপিকা কুমারীর ফর্ম অব্যাহত রয়েছে। তবে প্রাক্তন জুনিয়র চ্যাম্পিয়ন কমলিকা বাড়ি সামান্য ব্যবধানে সুযোগ হারিয়েছেন। বাংলার বাসন্তী মাহাতোও দারুণ লড়াই করলেও শেষ পর্যন্ত জায়গা করে নিতে পারেননি।

কম্পাউন্ড বিভাগে পুরুষদের দলে শীর্ষে রয়েছেন অভিষেক বর্মা। তবে তারকা তিরন্দাজ রাজস্থান থেকে রাজত চৌহান অষ্টম স্থানে শেষ করে দলে সুযোগ পাননি। মহিলাদের দলে অভিজ্ঞ ভেন্নাম জ্যোতি সুরেখা এবং আদিতি গোপীচাঁদ স্বামীর পাশাপাশি মহারাষ্ট্রের মধুরা ধামানগাঁওকর সবার উপরে থেকে দলে জায়গা করেছেন। এছাড়াও তেলেঙ্গানার তনিপার্থি চিকিথা প্রথমবার সিনিয়র দলে সুযোগ পেয়েছেন।

নতুন দল:
রিকার্ভ বিভাগ:

পুরুষদের দল: ধীরজ বোম্মদেভরা, তরুণদীপ রাই, অতনু দাস, পার্থ সওংখে

মহিলাদের দল: অঙ্কিতা ভকত, দীপিকা কুমারী, সিমরনজিৎ কৌর, অংশিকা কুমারী

কম্পাউন্ড বিভাগ:

পুরুষদের দল: অভিষেক বর্মা, ঋষভ যাদব, ওজাস প্রবীণ দেওতালে, উদয় কাঁবোঝ

মহিলাদের দল: মধুরা ধামানগাঁওকর, ভেন্নাম জ্যোতি সুরেখা, তনিপার্থি চিকিথা, আদিতি গোপীচাঁদ স্বামী

সাম্প্রতিকতম

মাঝরাতে নারকেলডাঙার বস্তিতে আগুন, ঘটনাস্থলে দমকলের ১৬টি ইঞ্জিন, বহু মানুষ নিরাশ্রয়

কলকাতা: আবার আগুন মহানগরীর বুকে। এ বার নারকেলডাঙার বস্তিতে। শনিবার রাতে খালপাড়ের বস্তিতে আচমকা...

আইএসএল ২০২৪-২৫: চেন্নাইয়ের কাছে হেরে আশাভঙ্গ ইস্টবেঙ্গলের, হায়দরাবাদের কাছে হেরে হ্যাটট্রিক মহমেডানের  

চেন্নাইয়িন এফসি: ৩ (নিশু কুমার, উইলমার জোর্দান গিল, ড্যানিয়েল চিমা চুকু) ইস্টবেঙ্গল এফসি:...

সুন্দরবনের ‘মিনি সুন্দরবন’ ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে, পর্যটকদের কাছে নতুন আকর্ষণ

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সুন্দরবন: এ বছর সুন্দরবনের 'মিনি সুন্দরবন'-এ ভিড় ব্যাপকভাবে বেড়ে গেছে। নতুন পর্যটন...

দিল্লিতে কেজরিওয়ালের ভরাডুবি, বিরোধী শিবিরের নেতৃত্ব নিয়ে নয়া সমীকরণ

দিল্লি বিধানসভা নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালের চমকে দেওয়া হার শুধু আম আদমি পার্টির (আপ) জন্যই...

আরও পড়ুন

নতুন জাতীয় রেকর্ড গড়লেন জ্যোতি ইয়ারাজ্জি, ফ্রান্সে ৬০ মিটার হার্ডলে সোনা জয়

জ্যোতি ইয়ারাজ্জি ফ্রান্সের এলিট ইনডোর মিটিংয়ে ৬০ মিটার হার্ডলে নতুন জাতীয় রেকর্ড গড়ে সোনা জিতলেন। সময় নিয়েছেন মাত্র ৮.০৪ সেকেন্ড।

আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় বজবজের সুস্মিত নস্করের নজির, দুটি স্বর্ণপদক জয়

উজ্জ্বল বন্দ্যোপাধ্য়ায়: বিশ্ব দরবারে আবারও দক্ষিণ ২৪ পরগনার নাম উজ্জ্বল করল বজবজের সুস্মিত নস্কর।...

অস্ট্রেলীয় ওপেন ২০২৫: ‘বুড়ো’ হাড়ের জোর বোঝালেন জোকোভিচ, চার সেটে আলকারাজকে মাত করে শেষ চারে  

মেলবোর্ন (অস্ট্রেলিয়া): প্রথম সেটের সপ্তম গেমে বাঁ পায়ে সমস্যা দেখা দিল জোকোভিচের। দেখা গেল...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে