প্যারিস অলিম্পিকে অংশগ্রহণের সুযোগ হাতছাড়া হওয়ার পর অবশেষে ভারতীয় তিরন্দাজি দলে কামব্যাক করলেন অতনু দাস। সোমবার সাই ইস্টার্ন রিজিওনাল সেন্টারে চার দিনব্যাপী ওপেন সিলেকশন ট্রায়াল শেষ হওয়ার পর নতুন রিকার্ভ ও কম্পাউন্ড দলের নাম ঘোষণা করা হয়।
রিকার্ভ দলে অতনু দাসের সঙ্গে আছেন তার পুরনো সতীর্থ ধীরজ বোম্মদেভরা এবং তরুণদীপ রাই। দলে নতুন সংযোজন পার্থ সওংখে। এই দল প্রথম দুই ওয়ার্ল্ড কাপ স্টেজে অংশ নেবে— স্টেজ I হবে ৮-১৩ এপ্রিল ফ্লোরিডার হেইন্স সিটিতে, আর স্টেজ II হবে ৬-১১ মে সাংহাইতে।
৪০ বছর বয়সেও অভিজ্ঞতার পরিচয় দিয়ে সিকিমের তরুণদীপ রাই দ্বিতীয় স্থানে শেষ করে দলে জায়গা করে নিয়েছেন। অন্যদিকে, মহিলাদের রিকার্ভ দলে থাকছেন প্যারিস অলিম্পিকের দুই প্রতিনিধি অঙ্কিতা ভকত এবং দীপিকা কুমারী। তাদের সঙ্গে দলে আছেন সিমরনজিৎ কৌর এবং অংশিকা কুমারী।
জাতীয় খেতাব জেতার পর দীপিকা কুমারীর ফর্ম অব্যাহত রয়েছে। তবে প্রাক্তন জুনিয়র চ্যাম্পিয়ন কমলিকা বাড়ি সামান্য ব্যবধানে সুযোগ হারিয়েছেন। বাংলার বাসন্তী মাহাতোও দারুণ লড়াই করলেও শেষ পর্যন্ত জায়গা করে নিতে পারেননি।
কম্পাউন্ড বিভাগে পুরুষদের দলে শীর্ষে রয়েছেন অভিষেক বর্মা। তবে তারকা তিরন্দাজ রাজস্থান থেকে রাজত চৌহান অষ্টম স্থানে শেষ করে দলে সুযোগ পাননি। মহিলাদের দলে অভিজ্ঞ ভেন্নাম জ্যোতি সুরেখা এবং আদিতি গোপীচাঁদ স্বামীর পাশাপাশি মহারাষ্ট্রের মধুরা ধামানগাঁওকর সবার উপরে থেকে দলে জায়গা করেছেন। এছাড়াও তেলেঙ্গানার তনিপার্থি চিকিথা প্রথমবার সিনিয়র দলে সুযোগ পেয়েছেন।
নতুন দল:
রিকার্ভ বিভাগ:
পুরুষদের দল: ধীরজ বোম্মদেভরা, তরুণদীপ রাই, অতনু দাস, পার্থ সওংখে
মহিলাদের দল: অঙ্কিতা ভকত, দীপিকা কুমারী, সিমরনজিৎ কৌর, অংশিকা কুমারী
কম্পাউন্ড বিভাগ:
পুরুষদের দল: অভিষেক বর্মা, ঋষভ যাদব, ওজাস প্রবীণ দেওতালে, উদয় কাঁবোঝ
মহিলাদের দল: মধুরা ধামানগাঁওকর, ভেন্নাম জ্যোতি সুরেখা, তনিপার্থি চিকিথা, আদিতি গোপীচাঁদ স্বামী