Homeখেলাধুলোপ্যারিস অলিম্পিক্স ২০২৪: ভারতীয় অ্যাথলেট দলে জায়গা হল জেসউইন অলড্রিন ও অঙ্কিতা...

প্যারিস অলিম্পিক্স ২০২৪: ভারতীয় অ্যাথলেট দলে জায়গা হল জেসউইন অলড্রিন ও অঙ্কিতা ধ্যানীর

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: লং জাম্পার জেসউইন অলড্রিন এবং ৫০০০ মিটার রানার অঙ্কিতা ধ্যানী প্যারিস অলিম্পিক্সগামী ভারতীয় অ্যাথলেট দলে জায়গা করে নিলেন। সুতরাং আগামী ১ আগস্ট থেকে প্যারিস অলিম্পিক্সে যে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্ট শুরু হবে তাতে ভারতের হয়ে ৩০ জন অ্যাথলেট যোগ দেবেন।

অ্যাথলেটিক্সে বিশ্ব র‍্যাঙ্কিং-এ যে কোটা আছে তার মাধ্যমেই জায়গা করে নিলেন জেসউইন অলড্রিন এবং অঙ্কিতা ধ্যানী। নানা কারণে ভারতের যে সব অ্যাথলেট প্যারিসে যেতে পারছেন না তাঁদের নাম অ্যাথলেটিক্স ফেডারেশন অন ইন্ডিয়া (এএফআই) জানানোর পরেই ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স (ডব্লিউএ) সর্বশেষ যা তালিকা প্রকাশ করেছে তাতে লং জাম্পে জাতীয় রেকর্ডের অধিকারী জেসউইন ও রানার  অঙ্কিতার নাম রয়েছে।

ভারতের নামকরা লং জাম্পার এম শ্রীশঙ্কর প্যারিসে যেতে পারছেন না। লং জাম্পের ক্ষেত্রে প্যারিসে যাওয়ার মাপকাঠি ধরা হয়েছে ৮.২৭ মিটার। শ্রীশঙ্কর দক্ষতার সঙ্গে সেই মাপকাঠি পেরিয়ে গেলেও আঘাতজনিত কারণে তিনি প্যারিসে যেতে পারছেন না।

প্যারিস অলিম্পিক্সে পুরুষদের লং জাম্প ইভেন্টে ৩২ জন অংশ নেবেন। এই ৩২ জনের তালিকায় অলড্রিনের নাম রয়েছে ৩১ নম্বর জায়গায়। অঙ্কিতার স্থান হল ওর ইভেন্টে ৪২তম। ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স যখন ২ জুলাই প্রথম নামের তালিকা প্রকাশ করেছিল, দু’জনের নামই তালিকার বাইরে ছিল। এএফআই-এর একজন অন্যতম শীর্ষকর্তা সংবাদসংস্থা পিটিআইকে জানান, দু’জনকে ভারতীয় তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। তিনি বলেন, “হ্যাঁ, বিশ্ব র‍্যাঙ্কিং-এর মাধ্যমে ওঁরা নামের তালিকায় জায়গা করে নিয়েছেন এবং দু’জনকেই অলিম্পিক্সগামী ভারতীয় দলে নিয়ে নেওয়া হবে।”

৪ জুলাই প্যারিসগামী ২৮ জন অ্যাথলেটসের নাম ঘোষণা করার পরে ভারতীয় অ্যাথলেটিক-এর প্রধান কোচ রাধাকৃষ্ণন নায়ার জানান, জাতীয় ফেডারেশনের বাছাই কমিটি ঠিক করেছে, প্যারিস অলিম্পিক্সের যোগ্যতানির্ণায়ক পর্বে পরে যাঁরা সফল হবেন তাঁদের প্রত্যেককেই ভারতীয় দলে নিয়ে নেওয়া হবে।

আরও পড়ুন 

প্যারিস অলিম্পিক্স ২০২৪: নীরজ চোপরার নেতৃত্বে অ্যাথলেটিক্সে ২৮ জনের দল পাঠাচ্ছে ভারত 

সাম্প্রতিকতম

শুরু হতে চলেছে বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির ও শিল্পায়ন নাট্য বিদ্যালয়ের তৃতীয় বছরের অভিনয় পাঠ্যক্রম

অজন্তা চৌধুরী শিল্পায়ন নাট্য বিদ্যালয়ের অভিনয় পাঠ্যক্রম এ বার তৃতীয় বর্ষে। দেখতে দেখতে তারা...

ইরানে আমেরিকার হামলা, বন্ধ হতে পারে হরমুজ প্রণালী! বিশ্বজুড়ে তেল-সংকটের আশঙ্কা, চিন্তায় ভারত

ইরানে মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিল তেহরান। বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ৯০ ডলার, চরম সঙ্কটে পড়তে পারে ভারত।

১০ জনের বেশি সদস্য? বাড়তি রেশন দিতে উদ্যোগী রাজ্য, ই-কেওয়াইসি নিয়েও নয়া নির্দেশ

পরিবারে ১০ জনের বেশি সদস্য থাকলে বাড়তি রেশন দেওয়ার পথে হাঁটছে খাদ্যদপ্তর। ই-কেওয়াইসি না হলেও প্রকৃত গ্রাহকদের রেশন বঞ্চনার বিরুদ্ধে কড়া নজর।

রথে পুরী যাওয়া আরও সহজ! রথযাত্রা উপলক্ষে ৩৬৫টি বিশেষ ট্রেন চালাবে রেল

পুরীর রথযাত্রায় পুণ্যার্থীদের ভিড় সামাল দিতে ৩৬৫টি বিশেষ ট্রেন চালানোর ঘোষণা ভারতীয় রেলের। ওড়িশা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ-সহ একাধিক রাজ্য থেকে ছাড়বে ট্রেন।

আরও পড়ুন

অবশেষে ৯০ মিটার পার, তবু সোনা হাতছাড়া নীরজ চোপড়ার

দোহা ডায়মন্ড লিগে ৯০.২৩ মিটার ছুড়েও প্রথম হতে পারলেন না নীরজ চোপড়া। সোনা জিতলেন জার্মানির জুলিয়ান ওয়েবার।

নেতাজি ইন্ডোরে সূচনা হল নবম রাজ্য ক্রীড়া প্রতিযোগিতার

বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নবম নেতাজি সুভাষ রাজ্য ক্রীড়া প্রতিযোগিতার আসরের সূচনা হল।...

স্টিক হাতে গুরবক্সের পাশে থেকে তাক লাগালেন সৌরভ, ৩-১ গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়ন মোহনবাগান

ক্যালকাটা প্রিমিয়ার হকি লিগের ফাইনালে ইস্টবেঙ্গলকে ৩-১ হারাল মোহনবাগান। খেলার প্রথমার্ধে মোহনবাগান ২-০ গোলে...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে