২ অক্টোবর আইএসএল অভিযান শুরু আতলেতিকো দে কলকাতার

0

গান্ধিজির জন্মদিনেই তৃতীয় আইএসএল অভিযান শুরু করছে এটিকে। ঘরের মাঠ রবীন্দ্র সরোবরে গতবারের  চ্যাম্পিয়ান চেন্নাইয়ান্সের বিরুদ্ধে খেলতে নামবে ফ্রান্সিসকো মোলিনার দল। আইএসএল-এর জন্য ঢেলে সাজা হচ্ছে সরোবর স্টেডিয়ামকে। থাকবে ২২ হাজার দর্শকের বসার ব্যবস্থা। রবিবার থেকে আতলেতিকোর আবাসিক শিবির শুরু হচ্ছে মাদ্রিদে। শিবির শেষ হবে ২০ সেপ্টেম্বর। শুরুতে শিবিরে যাবেন ৭ জন ফুটবলার। দলের বিদেশি খেলোয়াড়রা সরাসরি শিবিরে পৌঁছে যাবেন। কলকাতা লিগ শেষ হওয়ার পর অর্ণব মণ্ডল ও অন্যান্যরাও শিবিরে যোগ দেবেন।     

২ অক্টোবরের পর কলকাতার ম্যাচ ৫ ও ১৩ অক্টোবর। ওই সময় পুজোর মরসুম। তাই ওই দু’টি হবে অ্যাওয়ে ম্যাচ। এর পর ১৬ অক্টোবর ফের হোম ম্যাচ খেলবেন পস্তিগারা।  

১ অক্টোবর গুয়াহাটির সরসুজাই স্টেডিয়ামে উদ্বোধন হবে এবারের ইন্ডিয়ান সুপার লিগ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে নর্থ-ইস্ট ইউনাইটেড ও কেরালা ব্লাস্টার্স এফসি।

আইএসএল-এর ফাইনাল ম্যাচ ১৮ ডিসেম্বর।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন