সীমিত ওভারের ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না শ্রীলঙ্কার। গত সপ্তাহেই এক দিনের ক্রিকেটে শ্রীলঙ্কার সৃষ্টি করা সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে দিয়েছিল ইংল্যান্ড। মঙ্গলবার আন্তর্জাতিক টি-২০তে তাদের তৈরি করা সর্বোচ্চ রানের রেকর্ডটিও ভেঙে দিল অস্ট্রেলিয়া। বিপক্ষে সেই শ্রীলঙ্কা।
এ দিন ম্যাচের শুরু থেকে দাপট দেখাতে শুরু করেন ওপেন করতে নামা গ্লেন ম্যাক্সওয়েল। এক দিনের ক্রিকেট থেকে বহিষ্কৃত ম্যাক্সওয়েল। গত বেশ কয়েক মাস ধরে সে ভাবে রানের মধ্যে না থাকা ম্যাক্সওয়েল সব সমালোচনার জবাব দেওয়ার জন্য এই ম্যাচটাই বেছে নিয়েছিলেন। নির্ধারিত ২০ ওভারে ২৬৩ রান তোলে অস্ট্রেলিয়া। ৬৫ বলে ১৪৫ রান করে অপরাজিত থাকেন ম্যাক্সওয়েল। ২০০৭-এ কেনিয়ার বিরুদ্ধে শ্রীলঙ্কার করা ২৬০-ই এতদিন সর্বোচ্চ রান ছিল টি২০ ক্রিকেটে।