প্রত্যাশামতোই গোহারা হেরে গেল অস্ট্রেলিয়া। সেই সঙ্গে দীর্ঘ সতেরো বছর পর অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে হারাল শ্রীলঙ্কা। ৪১৩ রানের টার্গেট তাড়া করতে নেমে শুক্রবারই ২৫ রানের মধ্যে তিন উইকেট খুইয়েছিল তারা। শনিবার শ্রীলঙ্কার জেতাটা ছিল শুধু সময়ের অপেক্ষা।
শনিবার খেলার শুরুর একটু পর থেকেই বিধ্বংসী হয়ে ওঠেন প্রথম ইনিংসে চার উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ৬৪ করা দিলরুওয়ান পেরেরা। অস্ট্রেলিয়ার হয়ে ডেভিড ওয়ার্নার কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করছিলেন কিন্তু ৩১ বলে ৪১ করে ওয়ার্নার আউট হয়ে জেতেই ভেঙে পড়ে অস্ত্রেলিয়া। মাত্র ১৮৩ রানেই অল-আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ২২৯ রানের বিশাল ব্যবধানে জয় পেল শ্রীলঙ্কা। পেরেরা দখল করেন ছ’টি উইকেট। ম্যাচে দশটি উইকেট আর ব্যাট হাতে দলের প্রয়োজনে গুরুত্বপূর্ণ অর্ধশতরান করে ম্যাচের সেরা হন পেরেরা।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।