Homeখেলাধুলোপ্যারিস প্যারালিম্পক্স ২০২৪: শুটিং-এ সোনা অবনীর, ব্রোঞ্জ পেলেন মোনা, দৌড়ে ব্রোঞ্জ জিতলেন...

প্যারিস প্যারালিম্পক্স ২০২৪: শুটিং-এ সোনা অবনীর, ব্রোঞ্জ পেলেন মোনা, দৌড়ে ব্রোঞ্জ জিতলেন প্রীতি পাল

প্রকাশিত

প্যারিস: ২০২৪-এর প্যারালিম্পক্স থেকে এখনও পর্যন্ত ৩টি পদক এসেছে ভারতের ঘরে। মহিলাদের শুটিং ইভেন্টে সোনা জিতে নিয়েছেন অবনী লেখারা এবং ব্রোঞ্জ জিতেছেন মোনা আগরওয়াল। মহিলাদের ১০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ জিতে নিলেন প্রীতি পাল।    

ফ্রান্সের রাজধানী প্যারিসে গ্রীষ্মকালীন অলিম্পিক্স শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই বসেছে প্যারালিম্পিক গেমস-এর আসর। বুধবার উদ্বোধনী অনুষ্ঠানের পর বৃহস্পতিবারই শুরু হয়ে গিয়েছে বিভিন্ন ইভেন্টের খেলা। আর ভারতের ঝুলিতে পদক এল শুক্রবার।

মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল এসএইচ১ ইভেন্টে ২৪৯.৭ পয়েন্ট স্কোর করে সোনা জিতে নিলেন অবনী লেখারা। ২০২০-এর টোকিও প্যারালিম্পক্সেও এই ইভেন্টে সোনা জিতেছিলেন অবনী। অবনীই একমাত্র ভারতীয় খেলোয়াড় যিনি পরপর দুটি প্যারালিম্পক্স বা অলিম্পিক্স আসরে সোনা জিতলেন।

শেষ শটটি নেওয়ার আগে পর্যন্ত অবনী দ্বিতীয় স্থানে ছিলেন। তিনি কোরীয় প্রতিযোগীর চেয়ে ০.৮ পয়েন্টে পিছিয়ে ছিলেন। কিন্তু শেষ শটে বাজিমাত করলেন অবনী। কোরীয় প্রতিযোগী পেলেন ৬.৮, সেখানে অবনী পেলেন ১০.৫ পয়েন্ট। আর ২২৮.৭ পয়েন্ট স্কোর করে ব্রোঞ্জপদক জিতে নিলেন ভারতের আর-এক প্রতিযোগী মোনা আগরওয়াল।

অবনী ও মোনার দুর্দান্ত পারফরমেন্সের জন্য তাঁদের অভিনন্দন জানিয়েছেন অলিম্পিকে সোনাজয়ী শুটার অভিনব বিন্দ্রা। ‘এক্স’ হ্যান্ডেলে তিনি লিখেছেন, “তোমরা শুধু পদকই জেতনি, তোমরা হৃদয় জিতেছ, একটা প্রজন্মকে অনুপ্রাণিত করেছ। তোমাদের পদক জয় আজ আমরা উদযাপন করব, সবসময় করব।”

প্রীতি পালের ব্রোঞ্জ

শুক্রবার ভারতের হয়ে তৃতীয় পদকটি আনলেন প্রীতি পাল। মহিলাদের ১০০ মিটার টি৩৫ দৌড় ইভেন্টে ১৪.২১ সেকেন্ড সময় করেন তিনি। প্রীতি এই প্রথম প্যারালিম্পিক্সে পদক পেলেন। এই ইভেন্টে ১৩.৫৮ সেকেন্ড সময় করে সোনা জিতলেন চিনের জিয়াও ঝাউ এবং ১৩.৭৪ সেকেন্ড সময় করে রুপো পেলেন চিনেরই কিয়ানকিয়ান গুয়ো।

প্যারালিম্পিক্সে ভারত

প্যারিসে ২৮ আগস্ট থেকে শুরু হয়েছে প্যারালিম্পিক্স, চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। ভারত ১৯৬৮ থেকে প্যারালিম্পিক্সে যোগ দিচ্ছে। প্যারালিম্পিক্স থেকে আজ পর্যন্ত ভারতের ঘরে এসেছে ৩১টি পদক – ৯টি সোনা, ১২টি রুপো এবং ১০টি ব্রোঞ্জ। এর মধ্যে অর্ধেকেরও বেশি পদক এসেছে ২০২০-এর টোকিও প্যারালিম্পিক্স থেকে। মোট ১৯টা পদক – ৫টা সোনা, ৮টা রুপো এবং ৬টা ব্রোঞ্জ।

এবারের প্যারিস প্যারালিম্পিক্সে ভারত ৮৪ জন অ্যাথলিটকে পাঠিয়েছে। এঁদের মধ্যে ৩২ জন মহিলা। শুক্রবার সকালে ১টা সোনা এবং ২টা ব্রোঞ্জ জিতে এবারের অভিযান শুরু করল ভারত। দেখা যাক, টোকিও প্যারালিম্পিক্স-এর রেকর্ড ভাঙে কি না।

আরও পড়ুন

ইউএস ওপেনে বড়ো অঘটন, অবাছাই ডাচের কাছে হেরে এবছর দুটি গ্র্যান্ড স্লাম জয়ী আলকারাজের বিদায়  

সাম্প্রতিকতম

আইএসএল: একেবারে শেষ মুহূর্তে গোল খেয়ে মুম্বইয়ের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে নিল মোহনবাগান

মোহনবাগান: ২ (তিরি – আত্মঘাতী, আলবের্তো রদরিগুয়েজ) মুম্বই সিটি এফসি: ২ (তিরি, থায়ের ক্রৌমা)   খবর...

আরজি কর মেডিক্যাল কলেজ এলাকায় জমায়েতে নিষেধাজ্ঞা আরও ১৫ দিন বৃদ্ধি

আরজি কর মেডিক্যাল কলেজ এলাকায় শান্তিভঙ্গের আশঙ্কায় বেআইনি জমায়েতের নিষেধাজ্ঞা আরও ১৫ দিন বাড়ানো হল। কলকাতা পুলিশ জানিয়েছে, ১৬ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

বদলে গেল পোর্ট ব্লেয়ারের নাম, এবার কী নামে ডাকা হবে?

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারের নতুন নাম শ্রীবিজয়পুরম রাখল কেন্দ্রীয় সরকার। ঔপনিবেশিক স্মৃতি মুছে স্বাধীনতা সংগ্রামের সম্মান জানাতে এই পরিবর্তন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে রাজ্যে ২৯ জনের মৃত্যু, দাবি সরকারের, ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা

জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে ২৯ জনের মৃত্যু হয়েছে বলে দাবি রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, মৃতদের পরিবারকে দু’লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

আরও পড়ুন

প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪: ২৯টি পদক জিতে ইতিহাস গড়ল ভারত, শেষ ২টি সোনা আনলেন নবদীপ, প্রবীণ  

প্যারিস: ইতিহাস সৃষ্টি করল ভারত। আজ পর্যন্ত গেমসের কোনো আন্তর্জাতিক আসর থেকে এত পদক...

মঙ্গলবার থেকে কলকাতার স্যাটারডে ক্লাবে শুরু হচ্ছে জাতীয় স্তরের খেলোয়াড়দের নিয়ে স্নুকার লিগ

কলকাতা: আগামী মঙ্গলবার থেকে কলকাতায় শুরু হতে চলেছে প্রো এম (Pro Am) এবং বেঙ্গল...

সিএবি টুর্নামেন্টে কালীঘাটে খেলার জন্য সই করলেন মনোজ, ঋদ্ধিমান, অনুষ্টুপ

বাংলার এই তিন সিনিয়র ক্রিকেটার তাঁদের ক্রিকেটজীবন শুরু করেন কাস্টমস ক্লাবে। তারপর তিনজনেই চলে আসেন কালীঘাটে।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?