টোকিও প্যারালিম্পিক ২০২০: একই টুর্নামেন্টে দুটি পদক, ইতিহাস গড়লেন অবনী লেখরা

0

খবরঅনলাইন ডেস্ক: ইতিহাস গড়লেন ভারতীয় শুটার অবনী লেখারা। একই প্যারালিম্পিকে দুটো পদক জিতলেন তিনি। অলিম্পিকেও এমন নজির কোনো ভারতীয়ের নেই।

১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনা জিতেছিলেন অবনী। শুক্রবার ৫০ মিটার রাইফেল ৩ পজিশন ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন ১৯ বছরের শুটার। এর ফলে চলতি প্যারালিম্পিকে এক ডজন পদক হল ভারতের। দুটো সোনা, ছ’টি রুপো এবং চারটি ব্রোঞ্জ জিতেছেন ভারতীয় প্রতিযোগীরা। প্যারালিম্পিকে এটাই ভারতের সেরা সাফল্য

উল্লেখ্য, প্যারালিম্পিকে প্রথম মহিলা হিসাবে পদক জিতেছিলেন দীপা মালিক। ২০১৬ রিওতে রুপো জিতেছিলেন তিনি। এ বার টোকিও থেকে দু’জন মহিলা পদক জিতলেন, অবনী এবং ভাবিনা পটেল।

তবে এখানেই শেষ নয়, আরও একটি পদক জয়ের সুযোগ রয়েছে অবনীর কাছে। ৫০ মিটার রাইফেলের মিক্সড প্রতিযোগিতায় খেলতে নামবেন তিনি। সেই ইভেন্টে পদক পেলে একাই তিনটি পদকের মালিক হবেন অবনী।

আরও পড়তে পারেন

৭ নম্বর জার্সি পরেই ম্যান ইউয়ের হয়ে মাঠে নামবেন রোনাল্ডো

বিজ্ঞাপন