খবর অনলাইন ডেস্ক: আর দিনতিনেক পরেই শুরু হয়ে যাচ্ছে প্যারিস অলিম্পিক্স। আর সেই অলিম্পিক্সগামী ভারতীয় ক্রীড়াবিদদের পাশে থাকার অঙ্গীকার করল ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এই অঙ্গীকার আর্থিক সহায়তার।
বিসিসিআই-এর সেক্রেটারি জয় শাহ রবিবার এক বিবৃতিতে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনকে (আইওএ) সাড়ে ৮ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন।
জয় শাহ তাঁর ‘এক্স’ হ্যান্ডেলে লিখেছেন, “আমি গর্ব করে এই ঘোষণা করছি যে ২০২৪-এর প্যারিস অলিম্পিক্সে আমাদের যে সব অবিশ্বাস্য অ্যাথলেট ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন বিসিসিআই তাদের পাশে থাকবে। তাদের এই অভিযানে আইওএ-কে সাড়ে ৮ কোটি টাকা দেওয়ার ব্যবস্থা করছি। আমাদের পুরো দলের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ভারতকে গর্বিত করুন। জয় হিন্দ।”
বিপুল আর্থিক সম্পদের জন্য খ্যাতি আছে বিসিসিআইয়ের। অলিম্পিকগামী জাতীয় দলের জন্য এই অতি প্রয়োজনীয় ব্যবস্থাটি করে বিসিসিআই ক্ষমতার সদ্ব্যবহার করল বলে বিশেষজ্ঞমহল মনে করছেন। সোশ্যাল মিডিয়াতেও বিসিসিআইয়ের এই ঘোষণা প্রশংসিত হচ্ছে।
ভারত থেকে ১১৭ জন ক্রীড়াবিদ প্যারিস অলিম্পিক্সে যোগ দিচ্ছেন। অলিম্পিকগামী জাতীয় দলে রয়েছেন ২৫৭ জন। বাকি ১৪০ জন হলেন সাপোর্ট স্টাফ।
আরও পড়ুন