দিন্দার বোলিং বিক্রম, রেলকে বেলাইন করে জয় বাংলার

0

রঞ্জি ট্রফিতে দুর্দান্ত সময় যাচ্ছে বাংলার। প্রথম ম্যাচে তিন পয়েন্ট পাওয়ার পর দ্বিতীয় ম্যাচে যুবরাজ সিংহের পঞ্জাবকে হারিয়ে ছিল মনোজ তিওয়ারির দল। এবার রেলকেও হারাল বাংলা। সৌজন্যে অশোক দিন্দার আগুনে পেস আর অমিত কুইলার যোগ্য সঙ্গত।

ধরমশালায় পেস বোলিং সহায়ক পিচে অবশ্য আগাগোড়াই দাপট দেখিয়েছেন মনোজ-ঋদ্ধি-দিন্দারা। প্রথম ইনিংস মাত্র ২০৫ রানে শেষ হলেও, দিন্দা-অমিত কুইলার পেস আক্রমণ বেলাইন করে ছেড়েছিল রেলকে। ১০৫-এর বেশি তুলতে পারেনি রেল। একশো রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে বাংলা শেষ হয় ২১৪-এ। জেতার জন্য রেলের টার্গেট ছিল ৩১৫।

রবিবার, চতুর্থ দিনের খেলার শুরুর সময় দুই দলই জেতার দাবিদার ছিল। এক দিকে রেলকে করতে হত ১১৯ রান, অন্যদিকে বাংলাকে নিতে হত পাঁচ উইকেট। এখানেই আসরে নামেন অশোক দিন্দা। রেলের শেষ পাঁচটি উইকেটই তাঁর। প্রথম ইনিংসেও পাঁচ উইকেট নিয়েছিলেন দিন্দা। সব মিলিয়ে এই ম্যাচে তাঁর সংগ্রহ দশ উইকেট।

তিন ম্যাচে ১৫ পয়েন্ট পেয়ে রঞ্জির পয়েন্ট টেবিলে বেশ সুবিধাজনক জায়গায় রয়েছে বাংলা। কোয়ার্টার ফাইনালে যাওয়া ক্রমশ সহজ হচ্ছে তাদের। বাংলার পরের ম্যাচ ৫ নভেম্বর দিল্লিতে গুজরাতের বিরুদ্ধে।

বিজ্ঞাপন