খবর অনলাইন: অনেক আশা করে বসেছিল মোহনবাগান। যদি সালগাওকর হারাতে পারে বেঙ্গালুরু এফসিকে, তা হলে আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার রাস্তাটা আবার একটু খুলে যেতে পারে। না, সে রকম কোনও অঘটন ঘটেনি। সালগাওকরকে ২-০ হারিয়ে আই লিগ চ্যাম্পিয়ন হল বেঙ্গালুরু। কিছু দিন আগে ভাইচুং ভুটিয়া বলেছিলেন, বেঙ্গালুরুকে একমাত্র বেঙ্গালুরুই হারাতে পারে। ভাইচুংয়ের ভবিষ্যদ্বাণী মিলে গেল। রবিবার ঘরের মাঠে চ্যাম্পিয়ন টিমের মতো খেলেই মোহনবাগানের আশায় ছাই দিলেন সুনীল ছেত্রীরা। শুরুর আট ও শেষের চার মিনিটের ঝড়েই কেল্লা ফতে করলেন তাঁরা।
তবে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হাতছাড়া করার জন্য দোষী মোহনবাগানই। আই লিগের বহু ম্যাচে যে ভাবে হেলায় পয়েন্ট নষ্ট করেছেন সনি-কাতসুমিরা, তাতে বলা যেতেই পারে বেঙ্গালুরুকে ট্রফিটা উপহারই দিল মোহনবাগান।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।