boxing

ওয়েবডেস্ক: যে খেলাকে ভালবাসতেন, সেই খেলাই কেড়ে নিল প্রাণ। প্রাণ হারালেন ইতালিয়ান বক্সার ক্রিশ্চিয়ান দাঘিও। বয়স হয়েছিল ৪৯ বছর। প্রাক্তন মুহাই থাই চ্যাম্পিয়ন এই বক্সার হসপিটালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ২৬ অক্টোবর ডবলুবিএ এশিয়া টাইটেল ম্যাচে বিপক্ষ বক্সার ডন প্যারাইউংয়ের সঙ্গে ম্যাচ চলাকালীন এমন ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে তাঁকে ব্যাংককের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: অস্ট্রেলিয়া সফরের আগে পৃথ্বীকে অভিনব কায়দায় অনুশীলন করালেন সচিন

সেখানেই কোমায় থেকে অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। রেখে গেলেন স্ত্রী এবং পাঁচ বছরের মেয়েকে।

খেলার ফুটেজে চিত্রিত দ্বাদশ রাউন্ডে মাথায় এবং মুখে ব্যাপক পরিমাণে পাঞ্চ খেয়ে নকআউট হয়ে যান তিনি। দাঘিওর ভাই তথা ম্যানেজার ফাব্রিজিও তাঁর মৃত্যুর কথা সরকারি ভাবে জানান।  তিনি বলেন, “ক্রিশ্চিয়ান মারা গেছে যে ভাবে ও মরতে চেয়েছিল সে ভাবেই। অর্থাৎ রিংয়ের মধ্যে। ও স্বপ্ন দেখত ৮০ বছর বয়স পর্যন্ত বক্সিং করতে”।

নিজের কেরিয়ারে ২০০-র বেশি পেশাদার বক্সিং ম্যাচ খেলেছিলেন ক্রিশ্চিয়ান। মুয়াই থাই বক্সিংয়ে ৭টি বিশ্ব সিরিজ জিতেছিলেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here