paris2024

ওয়েবডেস্ক: আগামী বছর জাপানের মাটিতে বসছে অলিম্পিকসের আসর। বিশ্বকে নতুন ভাবে মুগ্ধ করে দিতে মরিয়া এশিয়ার দেশটি। তবে জাপানের পরেই ২০২৪ সালে অলিম্পিক্সের আসর বসছে ফ্রান্সের প্যারিসে। তবে সেখানে কিছু নতুনত্ব আনতে চায় ফরাসিরা।

২০২৪-এ নতুন স্পোর্টস হিসাবে ‘ব্রেকডান্সিং’-কে অন্তর্ভুক্ত করতে চায় তারা। তবে সবটাই নির্ভর করছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সিদ্ধান্তের ওপর।

বৃহস্পতিবার প্যারিস অলিম্পিক কমিটি এক বিজ্ঞপ্তিতে জানায়, ব্রেকডান্সিংয়ের সঙ্গে সারফিং, স্কেটবোর্ডিং এবং স্পোর্ট ক্লাইম্বিংকেও চান তাঁরা। কারণ তাঁদের মতে, “এর ফলে সময়ের সঙ্গে থেকে নতুন দর্শকদের উদ্বুদ্ধ করা এবং তরুণদের আরও কাছে পাওয়া যাবে। একই সঙ্গে এগুলি যে কোনো জায়গায় যখন ইচ্ছে খেলা যাবে। শহর এবং যে কোনো পরিবেশে।”

উল্লেখ্য সারফিং, স্কেটবোর্ডিং এবং স্পোর্ট ক্লাইম্বিংয়ের আত্মপ্রকাশ ঘটবে ২০২০ টোকিও অলিম্পিকসেই।

টোকিও অলিম্পিক্স থেকে নতুন নিয়ম অনুযায়ী, যে সব শহরে অলিম্পিক্সের আসর বসবে সেই সব শহর নিজেদের পচ্ছন্দ অনুযায়ী কোনো স্পোর্টসকে তালিকায় অন্তর্ভুক্ত করতে পারবে, যদি সেই স্পোর্টস সেই অঞ্চলে ও সেই দেশে জনপ্রিয় হয়।

তবে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার মালিক আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ২০২০ ডিসেম্বরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

২০১৮ যুব অলিম্পিকসে বুয়েনস আয়ার্সে ব্রেকডান্সিংকে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here