কিংবদন্তি দৌড়বীর কার্ল লিউইস তাঁর ক্রীড়াজীবনে পাওয়া ১০টি অলিম্পিক মেডেলের ৯টিই দান করছেন ওয়াশিংটন ডিসির এক সংগ্রহশালাকে। আগামী ২৪ সেপ্টেম্বর উদ্বোধন হবে ‘স্মিথসোনিয়ান ন্যাশনাল মিউজিয়াম অফ আফ্রিকান আমেরিকান হিস্ট্রি অ্যান্ড কালচার’। মার্কিন রাষ্ট্রপতির উদ্যোগেই তৈরি হয়েছে এই মিউজিয়াম। আর এখানেই স্থান পাচ্ছে কার্লের ৯টি অলিম্পিক মেডেল। ২৪ তারিখ থেকে দর্শকরা দেখতে পাবেন লিউইসের পদকগুলি।
ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল থেকে প্রথমবার স্মিথসোনিয়ান মিউজিয়ামের কথা জানতে পারেন কার্ল। আর তখনই তাঁর মাথায় খেলে যায় মেডেল দেওয়ার ভাবনা। লিউইস অবশ্য বলেছেন, বিশ্বের খেলাপ্রেমী মানুষের সাথে তাঁর পাওয়া পদক ভাগ করতে পেরে তিনি খুব খুশি।
সব কিছুর পরেও কোথায় একটা প্রশ্ন থেকে গেল তো মনে? ১০টি পদকের ৯টি যাচ্ছে মিউজিয়ামে। আরেকটি তাহলে কোথায়? ১৯৮৪-র অলিম্পিকে জেতা ১০০ গ্রামের সোনার পদক ২৯ বছর ধরে ঘুমিয়ে আছে কার্লের বাবার পাশেই, তাঁর কফিনে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।