নিউ ইয়র্ক: বিশাল অঘটন ঘটে গেল ইউএস ওপেনে। এবছর ফরাসি ওপেন এবং উইম্বলডন জিতে ইউএস ওপেনে খেলতে নেমেছিলেন কার্লোস আলকারাজ। কিন্তু একই বছরে তৃতীয় গ্র্যান্ড স্লাম জয় অধরাই থেকে গেল। দ্বিতীয় রাউন্ডেই নেদারল্যান্ডসের বোটিক ভান ডে জান্ডস্কুল্পের কাছে স্ট্রেট সেটে হেরে বিদায় নিলেন স্প্যানিশ টেনিস তারকা। ভারতীয় সময় শুক্রবার সকাল অনুষ্ঠিত ম্যাচের ফল জান্ডস্কুল্পের পক্ষে ৬-১, ৭-৫, ৬-৪।
সম্প্রতি শেষ হওয়া প্যারিস অলিম্পিক্স থেকেই সময় ভালো যাচ্ছে না আলকারাজের। যে নোভাক জোকোভিচকে হারিয়ে এবছর উইম্বলডন খেতাব জিতলেন আলকারাজ, সেই জোকোভিচের কাছে স্ট্রেট সেটে হেরেই অলিম্পিক্সে রৌপ্যপদক নিয়ে সন্তুষ্ট থাকতে হল তাঁকে। আর এর পর এই ইউএস ওপেনে দ্বিতীয় রাউন্ডেই বিদায়। তাও কার কাছে? বিশ্ব র্যাঙ্কিং-এ যিনি ৭৩ নম্বরে রয়েছেন, ইউএস ওপেনে যিনি অবাছাই, সেই জান্ডস্কুল্পের কাছে।
এই নিয়ে চারবার ইউএস ওপেনে খেললেন আলকারাজ। কখনও কোয়ার্টার ফাইনালের আগে হারেননি। আর ২০২১ সালের উইম্বলডনে দ্বিতীয় রাউন্ডে হেরে যান আলকারাজ়। তার পর থেকে এই প্রথম কোনো গ্র্যান্ড স্লামের দ্বিতীয় রাউন্ডে হারলেন তিনি।
আলকারাজ গোটা ম্যাচে কার্যত নাস্তানাবুদ হলেন জান্ডস্কুল্পের কাছে। প্রথম সেটে তো দাঁড়াতেই পারলেন না আলকারাজ। উড়ে গেলেন ১-৬ ফলে। দ্বিতীয় সেটে কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করলেন। তাও হেরে গেলেন ৫-৭ পয়েন্টে। তৃতীয় সেটে হেরে গেলেন ৪-৬ পয়েন্টে। ম্যাচ নিয়ে নিলেন ডাচ খেলোয়াড়।
গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে টানা ১৫টা ম্যাচ জিতে এসে ষোড়শ ম্যাচে ধাক্কা খেলেন বিশ্ব র্যাঙ্কিং-এ তৃতীয় স্থানে থাকা এবং এবারের ইউএস ওপেনে তৃতীয় বাছাই আলকারাজ। নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে আয়োজিত পুরুষদের সিঙ্গলসে আলকারাজ়কে হারিয়ে জান্ডস্কুল্প বলেন “আমি শব্দ হারিয়ে ফেলেছি। অসাধারণ একটা রাত। এই স্টেডিয়ামে প্রথমবার রাতে খেলতে নেমেছিলাম। আগের ম্যাচের জয় আমাকে প্রচুর আত্মবিশ্বাস দিয়েছিল। প্রথম পয়েন্ট থেকেই লড়ছিলাম। মনে হচ্ছিল, এই ম্যাচ আমি জিততে পারি।”