নরসিংহ যাদবের ডোপিং ঘটনায় সত্য উদঘাটনের জন্য সিবিআইকে দায়িত্ব দিল প্রধানমন্ত্রীর অফিস (পিএমও)। শুক্রবার সাংবাদিকদের এ কথা জানান ভারতের কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ সরন সিংহ।
ব্রিজভূষণের কথায়, “ডোপিং-এর ঘটনায় সত্যি কী ঘটেছিল তা জানার জন্য গত ২৮ আগস্ট আমি প্রধানমন্ত্রীর অফিসে গিয়ে সিবিআই তদন্তের দাবি করেছিলাম। সবাই ঘটনার সত্যতা জানতে চায়। আমি খুশি পিএমও সিবিআইকে তদন্তভার দিয়েছে।”
উল্লেখ্য, অলিম্পিকের ঠিক আগেই ডোপিং পরীক্ষায় ধরা পড়ে যান নরসিংহ। তিনি যদিও বার বার বলছিলেন তিনি চক্রান্তের শিকার। তাঁর দেওয়া চক্রান্তের তত্ত্ব মেনে নিয়ে তাঁকে সমস্ত অভিযোগ থেকে মুক্তি দিয়েছিল জাতীয় ডোপ বিরোধী সংস্থা (নাডা)।
কিন্তু অলিম্পিকের নিজের ইভেন্টে নামার দিন কয়েক আগেই নাডার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে খেলাধূলা সংক্রান্ত বিবাদ ফয়সালা করার আদালত (ক্যাস)-এর দারস্থ হয় বিশ্ব ডোপ বিরোধী সংস্থা (ওয়াডা)। শুধুমাত্র অলিম্পিকেই নয় আগামী চার বছরের জন্য নরসিংহকে নির্বাসনে পাঠায় ক্যাস।