প্রিমিয়ার লিগের ম্যাচে গোলমাল: রেফারিকে ঘুসি কোচের

0

খেলার মাঠ পরিণত হল মারামারির আখড়ায়। অবস্থা এমন পর্যায়ে পৌঁছল যে রেফারিকে মেরে রক্তাক্ত করে দিলেন এক দলের কোচ। হাসপাতালে নিয়ে যেতে হল রেফারিকে।

premier-league-1
আহত রেফারি

কলকাতা প্রিমিয়ার লিগের খেলায় আজ বারাসত স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল আর্মি একাদশ এবং রঘু নন্দীর এরিয়ান্স। শান্তিপূর্ণ ভাবেই চলছিল ম্যাচটি । ম্যাচ শেষ হওয়ার মিনিট খানেক আগেই এরিয়ান্সের এক খেলোয়াড় চোট পান কুঁচকিতে। তাঁকে বদলে নতুন খেলোয়াড় নামাতে গিয়েই বাধে বিপত্তি। আর্মি দলটির দাবি পরিবর্ত হিসেবে যে খেলোয়াড়কে নামানো হচ্ছিল টিম লিস্টেই নাম ছিল না তাঁর । আর এই নিয়েই শুরু হয় বচসা, সেখান থেকেই তা গড়ায় গালিগালাজে এবং তারই সাথে চলতে থাকে লাথিঘুসি। অভিযোগ এই সময় হঠাৎ করেই আর্মি দলের হেড কোচ এসে ঘুসি মারেন রেফারির চোয়াল লক্ষ করে। রক্তাক্ত অবস্থায় আত্মরক্ষার চেষ্টা করতে থাকেন তিনি। এর পর তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।  পুরো ঘটনাটিই ঘটে মাঠের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের সামনেই।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন