christian colemann

ওয়েবডেস্ক: উসেন বোল্টের অবসরের পরে তাঁর সিংহাসন এই ক্রীড়াবিদ দখল করতে পারেন, এমন জল্পনা শুরু হয়ে গিয়েছে। সেই জল্পনা যে খুব একটা ভুল নয় সেটা প্রমাণ করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিশ্চিয়ান কোলম্যান।

৬০ মিটার ইনডোর স্প্রিন্টে এই বিশ্বরেকর্ড করলেন ২০ বছরের কোলম্যান। দৌড় শেষ করতে সময় নিলেন মাত্র ৬.৩৪ সেকন্ড। ভাঙলেন কুড়ি বছরের পুরনো একটা রেকর্ড। রবিবার যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে আয়োজিত ইউএস চ্যাম্পিয়নশিপে এই রেকর্ড করেন তিনি।

এর আগে সব থেকে দ্রুততম সময়ে এই ৬০ মিটারের দৌড় শেষ করার রেকর্ড ছিল যুক্তরাষ্ট্রেরই মরিস গ্রিনের। তিনি সময় নিয়েছিলেন ৬.৩৯ সেকন্ড। যদিও গত মাসেই একটি প্রতিযোগিতায় এই দৌড় ৬.৩৭-এ শেষ করেছিলেন কোলম্যান। কিন্তু ইলেকট্রনিক স্টার্টিং ব্লক ব্যবহৃত না হওয়ায় ওই প্রতিযোগিতাটি বিশ্ব অ্যাথলেটিক ফেডারেশনের অনুমোদন পায়নি।

উত্তর দিন

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন