খবর অনলাইন: মারা গেলেন টোনি কোজিয়ার। বিশ্ববিখ্যাত এই ক্রিকেট সাংবাদিকের বয়স হয়েছিল ৭৫। গলা ও পায়ে সংক্রমণের জন্য কিছু পরীক্ষানিরীক্ষা করতে গত ৩ মে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
ওয়েস্ট ইন্ডিজের এই শ্বেতাঙ্গ ক্রিকেট সাংবাদিক মাত্র ১৭ বছর বয়সে ক্রিকেট নিয়ে লেখালেখি শুরু করেন। আর ক্রিকেট ভাষ্যকার হয়ে ওঠেন ২৪ বছর বয়সে, ১৯৬৫ সালে, ওয়েস্ট ইন্ডিজে অস্ট্রেলিয়ার সফরকালে। কোনও ব্যাট বা বল না ছুঁয়েও তিনি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ক্রিকেট বিশ্লেষক হয়ে ওঠেন, হয়ে ওঠেন ক্রিকেট সাংবাদিকতার এক বিশিষ্ট মুখ। তিনি রেডিও, টিভিতে ধারাবিবরণী দিয়েছেন, সংবাদপত্র, সাময়িকী, ইন্টারনেটে লিখেছেন। লিখেছেন বই। ১৯৭০ থেকে ১৯৯১ পর্যন্ত তিনি ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট অ্যানুয়াল’ সম্পাদনা করেছেন। ১৯৭৮-এ লেখেন তাঁর বিশ্ববিখ্যাত বই ‘দ্য ওয়েস্ট ইন্ডিজ: ফিফটি ইয়ার্স অফ টেস্ট ক্রিকেট’। বিশ্বের যে কোনও প্রান্তে অনুষ্ঠিত ক্রিকেট টেস্টের এক নিয়মিত দর্শক ছিলেন টোনি। ২০০৩ সালে উইজডেন জানায়, ৪০ বছরের সাংবাদিকতা-জীবনে তিনি ২৬৬টি টেস্টম্যাচ দেখেছেন। তাঁর রচিত শেষ কলমটি প্রকাশিত হয় ১ মে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।