virat kohli county cricket

ওয়েবডেস্ক: বছরের শেষটায় বিশাল বৈভবময় বিয়ে করে সংবাদের শিরোনামে ছিলেন বেশ কয়েকদিন ধরে। কিন্তু গোটা বছরটা বিরাট কোহলিকে শিরোনামে রেখেছিল তাঁর ব্যাট। সেটা স্রেফ ব্যাটসম্যান হিসেবেই হোক কিংবা অধিনায়ক-ব্যাটসম্যান হিসেবে। সব ফর্ম্যাট মিলিয়ে এ বছর মোট ২৮১৮ রান করেছেন বিরাট। সঙ্গে তিনটি দ্বিশত রান। সব মিলিয়ে গড়েছেন-ভেঙেছেন ১০টি রেকর্ড। কী সেগুলো? চলুন দেখে নিই।

  •  ২৪৩– শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ২৪৩ রানের ইনিংসটি খেলে ভারত অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের ইনিংস খেলার নজির গড়েছেন বিরাট। এক্ষেত্রে অবশ্য নিজের রেকর্ডটাই ভেঙেছেন তিনি। ২০১৬-য় ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৫ রান করেছিলেন কোহলি।
  •  – অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি দ্বিশত রানের রেকর্ড গড়লেন বিরাট(৬)। এর আগে এই রেকর্ড ছিল ব্রায়ান লারার(৫)।
  • ১২– শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৪৩ রানের ইনিংসটি খেলার সঙ্গে সঙ্গে নিজের সর্বোচ্চ রানকে এই নিয়ে ১২ বার টপকে গেলেন বিরাট। যা একটি বিশ্বরেকর্ড। এর আগে এই রেকর্ড ছিল একজন ভারতীয়েরই। দিলীপ বেঙ্গসরকর নিজের সর্বোচ্চ রানের ইনিংসকে টপকে ছিলেন ১১ বার।
  • – এর আগে ভারতীয়দের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি দ্বিশত রানের রেকর্ড ছিল শচিন তেন্ডুলকর ও বীরেন্দ্র শেহওয়াগের(৬)। দ্বিশত রানের সংখ্যায় তাঁদের এ বছর ছুঁয়ে ফেললেন বিরাট। তাঁদের পেরিয়ে রেকর্ডটা নিজের একার নামে করে নেওয়াটা কেবল সময়ের অপেক্ষা।
  • – ২০১৭-য় টেস্ট ক্রিকেটে ১০৫৯ রান করলেন বিরাট। কিন্তু ১০০০-এর বেশি রান করাটা বড়ো কথা নয়। বড়ো কথা হল, বিরাট হলেন প্রথম ভারত অধিনায়ক, যিনি পরপর দুই বছরে টেস্টে ১০০০-এর বেশি রান করলেন।
  • – বিরাট হলেন প্রথম ব্যাটসম্যান যিনি পরপর দুটি বছরে তিন বা তার বেশি সংখ্যক দ্বিশত রান করলেন। এ বছরের মতো গত বছরও বিরাট ৩টি ডবল সেঞ্চুরি করেছিলেন।
  • ৬১০– শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে মোট ৬১০ রান করেন বিরাট। যা একটি রেকর্ড। এর আগে কোনো ভারতীয় ব্যাটসম্যান তিন টেস্টের সিরিজে এত রান করেননি। বিরাট ভাঙলেন শহওয়াগের রেকর্ড। ২০০৫ সালে পাকিস্তানের বিরুদ্ধে হোম সিরিজে ৫৪৪ রান করেছিলেন বিরু।
  • ৬২– দিল্লির ফিরোজ শাহ কোটলায় ২৪৩ রানের ইনিংসটি খেলে ৬২ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন কোহলি। এর আগে কোটলায় কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের ইনিংস ছিল ২৩০(অপরাজিত)। ১৯৫৫ সালে নিউজিল্যান্ডের বের্ট সাটক্লিফ ওই ইনিংসটি খেলেছিলেন।
  • – ২০১৭ সালে কোহলিই একমাত্র ব্যাটসম্যান যিনি টেস্ট ও ওয়ান ডে, দুই ফর্ম্যাটেই ১০০০-এর বেশি রান করেছেন।
  • – শেষে একটা তথ্য না দিলেই নয়। এ বছর ওয়ান ডে-তে সবচেয়ে বেশি রান করেছেন বিরাট(১৪৬০)। সবচেয়ে বেশি বলও খেলেছেন তিনি(১৪৭৩)। এবং হ্যাঁ। ২০১৭ সালে একদিনের আন্তর্জাতিকে সবচেয়ে বেশি চারও মেরেছেন তিনি(১৩৬টি বাউন্ডারি)।

 

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here