cricket

ওয়েবডেস্ক: ভারতের জার্সিতে টেস্ট ক্রিকেট এক ইনিংসে ১০ উইকেট নিয়েছিলেন কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে। ফের তেমনই এক ঘটনার সাক্ষী থাকল ভারতীয় ক্রিকেট। অবশ্য এই ক্ষেত্রে তা ঘরোয়া কর্নেল সিকে নাইডু অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টে। পুদুচেরির ১৯ বছর বয়সি বাঁ হাতি স্পিনার সিদাক সিং মনিপুরের বিরুদ্ধে ম্যাচে এই কৃতিত্ব গড়েছেন।

sidak
ছবি সৌজন্যে : টুইটার

পুদুচেরির হয়ে খললেও সিদাক মুম্বইয়ের তরুণ। তিনি এদিন ১৭.৫ ওভারে ৭ ওভার মেইডেন দিয়ে ৩১ রানে ১০ উইকেট নিয়েছেন সিদাক। ৭১ রানেই শেষমেশ অলআউট হয়ে যায় মনিপুর।

 

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here