cricket

ওয়েবডেস্ক: ওভারটা হল এ রকম।

  • প্রথম বল-৪
  • দ্বিতীয় বল (নো বল)- ৬
  • তৃতীয় বল (নো বল)- ৬
  • চতুর্থ বল- ৬
  • পঞ্চম বল-১
  • ষষ্ঠ বল – ৬
  • সপ্তম বল – ৬
  • অষ্টম বল -৬

সব মিলিয়ে এক ওভারে ৪৩। ভেঙে গেল একদিনের ক্রিকেটে সর্বকালীন রেকর্ড। নিউজিল্যান্ডে এমন কাণ্ডটি ঘটিয়ে ফেললেন জো কার্টার এবং ব্রেট হ্যামটন।

আরও পড়ুন শতরানকারী রোহিতের একগুচ্ছ রেকর্ড, টি২০ সিরিজও ভারতের কবজায়

বুধবার নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ম্যাচ চলছিল নর্দান ডিস্ট্রিক্ট এবং সেন্ট্রাল ডিস্ট্রিক্টের মধ্যে। নর্দান দলের স্কোর যখন পাঁচ উইকেটে ৯৫ ছিল, তখনই জুটি বাঁধেন কার্টার এবং হ্যামটন। দলের স্কোরকে এগিয়ে নিয়ে যেতে থাকেন তাঁরা। তার পরেই আসে সেই মুহূর্ত। তখন সেন্ট্রালের উইলিয়াম লাডিকের ওভারে ৪৩ রান তুলে ফেলেন এই দুই ব্যাটসম্যান।

২০১৩ সালে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে একটি ওভারে ৩৯ রান দিয়েছিলেন আলাউদ্দিন বাবু নামক এক বোলার। এত দিন পর্যন্ত সেটিই ছিল এক ওভারে সর্বোচ্চ রানের রেকর্ড। এ দিন সেই রেকর্ড ভেঙে গেল।

বেদম মার খাওয়ার আগে পর্যন্ত ৯ ওভারে ৪২ রান দিয়েছিলেন লাডিক। দশ ওভারে ৮৫ রানে শেষ করেন লাডিক।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here