ipl

ওয়েবডেস্ক: চলতি বছরের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে বেশিরভাগ খেলোয়াড়ই ছিলেন তরুণ। টউরনাম্নেতে শুরুটাও দারুণ করে তারা। অবশ্য শেষমেশ চ্যাম্পিয়নের তকমা তারা পাইনি। যার কারণ কিছুটা অভিজ্ঞ খেলোয়াড়ের অনুপস্থিতি। অধিনায়ক কার্তিক অবশ্য নিজের স্বার্থমতো চেষ্টা চালিয়ে ছিলেন।

আগামী আইপিএলও বেশি দূরে নেই। রয়েছে নিলামও। আগামী বছর চ্যাম্পিয়ন হতে গেলে কিছু অভিজ্ঞ খেলোয়াড়ের প্রয়োজন কেকেআরের। ফলে আগামী নিলামে এমন কিছু খেলোয়াড় রয়েছেন, যাঁদের দলে নিতেই পারে কেকেআর ফ্রাঞ্চাইজি।

দেখে নিন সেই পাঁচ খেলোয়াড়ের তালিকা, নিলামে যাঁদের টার্গেট করতেই পারে কেকেআর: 

১। লিয়াম প্লাঙ্কেট

ইংল্যান্ডের এই বোলারটিকে ছেড়ে দিয়েছে দিল্লি ফ্রাঞ্চাইজি। ইংল্যান্ড দলের অন্যতম নির্ভরযোগ্য বোলার তিনি। ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। ম্যাচের মিড-ওভারে উইকেটে নেওয়ার দক্ষতা রয়েছে। কেকেআরকে নির্ভরতা দিতেই পারেন।

plunkett

২। জয়দেব উনাদকাট

কেকেআরের হয়ে আগে খেলেছেন আইপিএলে। ২০১৭ মরশুমে পুনের হয়ে বেশ নজর কাড়েন। এর পর ১১.৫ কোটি টাকায় তাঁকে দলে নেয় রাজস্থান। তবে সেখানে বোলিংয়ে তেমন ছাপ রাখতে পারেননি। ফলে তাঁকে ছেড়ে দেয় রাজস্থান। ঘরোয়া ক্রিকেটের এই বোলার কেকেআরের বোলিংয়ে গুরুত্ব বাড়াতেই পারেন।

unadkat

৩।  শিমরন হেতমায়ার

আসন্ন নিলামে অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের হতে চলেছেন এই ওয়েস্ট ইন্ডিয়ান। এক দিনের সিরিজে ভারতের বিরুদ্ধে নজর কেড়েছিলেন। ফলে তাঁকে দলে নিলে কেকেআর ইনিংসে বড়ো ভূমিকা নিতে পারেন তিনি। একইসঙ্গে ব্যাটিংয়ে গভীরতাও বাড়বে।

hetmyer

৪। ক্রিস ওক্স

২০১৭ সালে কেকেআরের হয় প্রথম মরশুম বেশ নজর কেড়েছিলেন। ১৩ ম্যাচে ১৭ উইকেট। তবে ২০১৮ মরশুমের জন্য তাঁকে দলে নেয় বেঙ্গালুরু। ৭.৪ কোটি টাকায়। তবে তাঁকে রিলিজ করে দেওয়া হয়েছে। ব্যাট-বল দু’টিতেই সিদ্ধহস্ত। ফলে তাঁকে নিলে আন্দ্রে রাসেল যিনি কিছুটা চোটগ্রস্ত, তাঁর বিকল্প হিসাবে ওক্সকে তৈরি রাখতেই পারে কেকেআর।

woakes

৫। গ্লেন ম্যাক্সওইয়েল

কেকেআরের অন্যতম দক্ষ খেলোয়াড় ক্রিস লিন। তবে তাঁর বিকল্প হিসাবে একজনকে চাইছে কেকেআর। সেই তালিকায় লিনের সতীর্থ তথা ম্যাক্সওইয়েল খুব বড়ো ভূমিকা নিতে পারেন কেকেআরের। একইসঙ্গে অফ স্পিনেও সিদ্ধহস্ত তিনি। আইপিএলে তাঁর অভিজ্ঞতাও প্রচুর।

maxwell

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here