Home খেলাধুলো ক্রিকেট আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: ভারত-পাকিস্তান ম্যাচ হবে তো? চিন্তা বাড়াচ্ছে সন্ত্রাসের হুমকি

আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: ভারত-পাকিস্তান ম্যাচ হবে তো? চিন্তা বাড়াচ্ছে সন্ত্রাসের হুমকি

0
২০২২-এর টি২০ বিশ্বকাপে রোহিত শর্মা এবং বাবর আজম। ছবি 'এক্স' থেকে নেওয়া।

খবর অনলাইন ডেস্ক: গোটা ক্রিকেট বিশ্ব এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে টি২০ বিশ্বকাপের জন্য। আগামী ১ জুন থেকে শুরু হবে ২০২৪-এর আইসিসি টি২০ বিশ্বকাপ। চলবে ২৯ জুন পর্যন্ত। টি২০ বিশ্বকাপের নবম সংস্করণের আসর বসছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের।

ক্রিকেট বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিযোগী দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান। দু’ দেশের মানুষই অপেক্ষা করে বসে আছেন সেই দিনটার জন্য যে দিন মুখোমুখি হবে এই দুই দেশ। ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে আগামী ৯ জুন, নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে।

এই টুর্নামেন্ট আয়োজন করার ব্যাপারে সংগঠকরা যখন চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন, তখন নতুন করে সন্ত্রাসবাদী আক্রমণের আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সংগঠকরা পড়েছেন গভীর দুশ্চিন্তায়। এর মূলে রয়েছে একটি আইসিস (আইএসআইএস) পন্থী সংগঠনের প্রকাশিত হাড় হিম করা গ্রাফিক্স।

poster
এই পোস্টারকে ঘিরে উদ্বেগ ছড়িয়েছে

গ্রাফিক্স-এ দেখা যাচ্ছে হুডি পরা একটি লোকের কাঁধে বন্দুক। ছবির উপরে লেখা আছে – ‘আপনারা ম্যাচের জন্য অপেক্ষা করে আছেন… (ইউ ওয়েট ফর দ্য ম্যাচেস…), তার নীচে রক্ত লাল রঙে লেখা –এবং আমরা আপনাদের জন্য অপেক্ষা করে আছি… (অ্যান্ড উই ওয়েট ফর ইউ…)।

ওই পোস্টারে নাসাউ স্টেডিয়াম এবং তারিখ ৯।০৬। ২০২৪ উল্লেখ করা আছে। এই তারিখে, এই জায়গাতেই মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান।

এই হুমকি-পোস্টার প্রকাশ হওয়ার পর আইসিসি এই ক্রীড়ানুষ্ঠানে জড়িত প্রত্যেকের নিরাপত্তা নিয়ে আশ্বাস দিয়েছে। এক বিবৃতি জারি করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের এক মুখপাত্র বলেছেন, “ক্রীড়ানুষ্ঠানে প্রত্যেকের সুরক্ষা ও নিরাপত্তা আমাদের প্রথম অগ্রাধিকার এবং ঘটনাস্থলে আমাদের সুসংহত ও কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আয়োজক দেশগুলির কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে আমরা কাজ করছি এবং ধারাবাহিক নজরদারি চালাচ্ছি।

(সূত্র: ওয়ান ক্রিকেট 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version