Homeখেলাধুলোক্রিকেটভারত-ইংল্যান্ড টি২০: সিরিজের শেষ ম্যাচে এক গুচ্ছ রেকর্ড, করলেন অভিষেক শর্মা, করল...

ভারত-ইংল্যান্ড টি২০: সিরিজের শেষ ম্যাচে এক গুচ্ছ রেকর্ড, করলেন অভিষেক শর্মা, করল ভারত ও ইংল্যান্ড  

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

কলকাতা: পঞ্চম টি২০ ম্যাচে ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিল ভারত। ২০ ওভারের ম্যাচে অর্ধেকের চেয়ে মাত্র ৩টি বল বেশি টিকল ইংল্যান্ডের ইনিংস। ভারত জিতল ১৫০ রানে। ভারতের পক্ষে এটি দ্বিতীয় সর্বাধিক রানের ব্যবধানে জয় আর ইংল্যান্ডের পক্ষে সর্বাধিক রানের ব্যবধানে পরাজয়। ভারতীয় ওপেনার অভিষেক শর্মা মারলেন ১৩টা ছয়। যে কোনো ভারতীয় ব্যাটারের পক্ষে টি২০ ম্যাচে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড।

একের পর এক রেকর্ড হল ওয়াংখেড়ে স্টেডিয়ামে। দেখে নেওয়া যাক কী সেই  সব রেকর্ড –  

(১) ভারতীয় ব্যাটারের পক্ষে সর্বোচ্চ রান – অভিষেক শর্মা ৫৪ বলে করলেন ১৩৫ রান। টি২০ ক্রিকেটে যে কোনো ভারতীয় ব্যাটারের পক্ষে সর্বোচ্চ রান। এর আগে এই রেকর্ড ছিল শুবমন গিলের – ২০২৩ সালে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ১২৬ রান নট আউট। অভিষেকের ১৩৫ রান টি২০ ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান। সর্বোচ্চ রানের রেকর্ডটি রয়েছে ইংল্যান্ডের আরন ফিঞ্চের দখলে – ১৫৬ রান, ২০১৩ সালে করা।

(২) ভারতীয় ব্যাটারের পক্ষে সর্বাধিক ছয় – অভিষেক তাঁর ১৩৫ রানে মারলেন ১৩টি ছয়। টি২০ ক্রিকেটে যে কোনো ভারতীয় ব্যাটারের পক্ষে সর্বাধিক ছয়। এর আগে এই রেকর্ড ছিল রোহিত শর্মা (২০১৭-এ শ্রীলঙ্কার বিরুদ্ধে), সঞ্জু স্যামসন এবং তিলক শর্মার (২০২৪-এ সাউথ আফ্রিকার বিরুদ্ধে) দখলে। ছয়ের সংখ্যা ছিল ১০।

5th t20 abhishek 2 03.02

(৩) ভারতীয় ব্যাটারের পক্ষে দ্বিতীয় দ্রুততম টি২০ সেঞ্চুরি – ৩৭ বলে নিজের শতরান পূর্ণ করেন অভিষেক। যে কোনো ভারতীয় ব্যাটারের পক্ষে দ্বিতীয় দ্রুততম টি২০ সেঞ্চুরি। এই রেকর্ডটি রয়েছে রোহিত শর্মার দখলে। ২০১৭-য় শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৫ বলে তাঁর শতরান পূর্ণ করেন।

(৪) ভারতীয় ব্যাটারের পক্ষে দ্বিতীয় দ্রুততম অর্ধশত রান – অর্ধশত রান করার ক্ষেত্রেও অভিষেকের এ দিনের পারফরম্যান্স ভারতীয় ব্যাটারের পক্ষে দ্বিতীয় দ্রুততম। ১৭ বলে তিনি তাঁর অর্ধশত রান করেন। এই রেকর্ডটি রয়েছে যুবরাজ সিংহের দখলে। ২০০৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১২ বলে ৫০ করেছিলেন তিনি।

(৫) ভারতের পক্ষে দ্বিতীয় সর্বাধিক রানে জয় – টি২০ ম্যাচে ১৫০ রানে জয় ভারতের পক্ষে দ্বিতীয় সর্বাধিক রানে জয়। ২০২৩ সালে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ভারত জিতেছিল ১৬৮ রানে।

(৬) ইংল্যান্ডের পক্ষে সর্বাধিক রানে হার – আর ১৫০ রানে হার ইংল্যান্ডের পক্ষে টি২০ ক্রিকেটে সর্বাধিক রানে হার। এর আগে তাদের সব চেয়ে বেশি রানে হারের রেকর্ড ছিল ভারতেরই কাছে। ২০১২ সালে ইংল্যান্ড ৯০ রানে হেরেছিল ভারতের কাছে।

(৭) ইংল্যান্ডের সব চেয়ে কম ওভারের ইনিংস – টি২০ ক্রিকেটে ১০.৩ ওভারের ইনিংস ইংল্যান্ডের পক্ষে সব চেয়ে কম ওভার টিকে থাকার ইনিংস। এর আগের রেকর্ডটি ছিল ভারতেরই বিরুদ্ধে, ২০১২ সালে। সে বার তারা টিকেছিল ১৪.৪ ওভার।

ছবি অভিষেক শর্মার, সৌজন্যে BCCI ‘X’.

সাম্প্রতিকতম

সহায় ফাউন্ডেশন আয়োজিত ‘রবীন্দ্রোৎসব’-এ কবির কবিতা, সংগীত ও নাট্যভাবনার অভিনব মেলবন্ধন

অজন্তা চৌধুরী সহায় ফাউন্ডেশনের আয়োজনে ২৯ জুন, সন্ধ্যায় রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হয়ে গেল ‘রবীন্দ্রোৎসব’ শিরোনামে...

ভারত-ইংল্যান্ড ৩য় টেস্ট: শতরানের দোরগোড়ায় জো রুট, ধ্রুপদী ক্রিকেট খেলে বড়ো রানের লক্ষ্যে ইংল্যান্ড

ইংল্যান্ড: ২৫১-৪ (জো রুট ৯৯ নট আউট, ওলি পোপ ৪৪, নীতীশ রেড্ডী ২-৪৬) লর্ডস (লন্ডন):...

ডায়াবেটিসে কোষনাশের নেপথ্যে অ্যামিলিন! নতুন তথ্য দিল আইআইটি-র গবেষণা

ডায়াবেটিসে অ্যামিলিন হরমোন কোষে ক্ষতিকর ক্লাম্প তৈরি করে। আইআইটি বোম্বে, কানপুর ও কলকাতার গবেষণায় উঠে এল কোষের গঠন নষ্টের পেছনে নতুন কারণ। গবেষণা প্রকাশিত জার্নাল অফ আমেরিকান কেমিক্যাল সোসাইটিতে।

লাইব্রেরি সায়েন্সে স্নাতকদের জন্য সরকারি চাকরির সুযোগ, এনসিইআরটি-তে সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

লাইব্রেরি সায়েন্স বা ইনফরমেশন সায়েন্সে স্নাতকদের জন্য চাকরির সুযোগ এনসিইআরটি-তে। চুক্তিভিত্তিক নিয়োগ, ইন্টারভিউ ২২ জুলাই, বেতন ৩৫ হাজার টাকা।

আরও পড়ুন

ভারত-ইংল্যান্ড ৩য় টেস্ট: শতরানের দোরগোড়ায় জো রুট, ধ্রুপদী ক্রিকেট খেলে বড়ো রানের লক্ষ্যে ইংল্যান্ড

ইংল্যান্ড: ২৫১-৪ (জো রুট ৯৯ নট আউট, ওলি পোপ ৪৪, নীতীশ রেড্ডী ২-৪৬) লর্ডস (লন্ডন):...

ভারত-ইংল্যান্ড ৩য় টেস্ট: বুমরাহ আসছেন, দলে আরও কিছু রদবদল হতে পারে

লর্ডসে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় টেস্ট। লিডসে হারের পর এজবাস্টনে দুর্দান্ত জয়, সিরিজে সমতা। এখন নজর লর্ডসের মহারণে এগিয়ে যাওয়ার লড়াইয়ে।

লারার বিশ্বরেকর্ডের কাছে এসেও ইনিংস ডিক্লেয়ার করে দিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক উইয়ান মুল্ডার, কেন?

শ্রয়ণ সেন একেই বলে স্পোর্টসম্যান স্পিরিট। তিনিই দলের অধিনায়ক। তিনি দলের স্কোরকে কত দূর নিয়ে যাবেন,...