ক্রিকেট
ফিঞ্চ-স্মিথের শতরানে ভর করে ৩৭৪ করল অস্ট্রেলিয়া

খবরঅনলাইন ডেস্ক: ন’মাস পর মাঠে নেমে চাপে পড়ল ভারতীয় বোলিং। অ্যারন ফিঞ্চ আর স্টিভ স্মিথের ওপরে ভর করে ৩৭৪ করল অস্ট্রেলিয়া।
শুক্রবার টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ফিঞ্চ। কোভিড আতঙ্ক কাটিয়ে মাঠে ফিরেছেন দর্শকরা। দর্শকদের সামনেই দুর্দান্ত শুরু করেন ডেভিড ওয়ার্নার এবং ফিঞ্চের ওপেনিং জুটি। শুরুর দিকে মহম্মদ শামির বল কিছুটা নাড়াচাড়া করলেও, সময় যত গড়াতে থাকে ভারতীয় বোলারদের ওপরে চাপ সৃষ্টি করে অস্ট্রেলিয়া।
আগ্রাসী বেশি ছিল ওয়ার্নারই। কিন্তু বেশি বল ফিঞ্চ খেলছিলেন, তাই দু’জনের জুটিতে ফিঞ্চের রানই বেশি ছিল। দু’জনের ওপেনিং জুটি একশো পার করে দেড়শোও পেরিয়ে যায়।
ক্রমশ বিপদ হয়ে হাজির হওয়া ওপেনিং জুটিটা ভাঙেন মহম্মদ শামিই। ৬৬ রানে আউট হন ওয়ার্নার। কিন্তু ফিঞ্চ আরও বেশি আগ্রাসী হয়ে ওঠেন তাঁকে টলানো যায়নি। এই ভাবেই শতরান পেরিয়ে যান তিনি। এটি তাঁর কেরিয়ারের ১৭তম শতরান।
ফিঞ্চ অবশ্য শতরানের পর নিজের ইনিংস বেশি দূর টেনে নিয়ে যেতে পারেননি। ১১৪তেই থেমে যান তিনি। কিন্তু এর পর জ্বলে ওঠেন স্টিভ স্মিথ।
মাত্র ৩৬ বছর অর্ধশতরান পূর্ণ করে শতরানের দিকে এগোতে থাকেন তিনি। এ দিকে ততক্ষণে ক্রিজে যোগ দেন গ্লেন ম্যাক্সওয়েল। আইপিএলে চূড়ান্ত ব্যর্থ হওয়া ম্যাক্সওয়েলকে নিয়ে হয়তো বেশি হোমওয়ার্ক করেনি ভারত, তাই মারাত্মক ভাবে ভুগতে হল ভারতকে।
ম্যাক্সওয়েল আউট হওয়ার পরেও থামানো যায়নি স্মিথকে। এক দিনের ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে তৃতীয় দ্রুততম শতরান করেন তিনি।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
‘রোহিতের চোট নিয়ে কিছুই জানতাম না’, আচমকা বিস্ফোরক বিরাট কোহলি
ক্রিকেট
সুন্দর-শার্দূলের ব্যাটে ভর করে প্রথম ইনিংসে লড়াইয়ে ফিরল ভারত
ম্য়াচের গতি এবং উত্তেজনা দু’টোই বাড়িয়ে দিলেন সুন্দর-শার্দূল জুটি।

অস্ট্রেলিয়া ৩৬৯ (লাবুশানে ১০৮, পেন ৫০ নটরাজন ৩-৭৮, সুন্দর ৩-৮৯, শার্দূল ৩-৯৪) এবং ২১/০ (ওয়ার্নার ২০)
ভারত ৩৩৬ (শার্দূল ৬৭, সুন্দর ৬২, হেজলউড ৫-৫৭, স্টার্ক ২-৮৮)
খবর অনলাইন ডেস্ক: ব্রিসবেনের গাব্বায় চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে বিপক্ষ অস্ট্রেলিয়ার থেকে মাত্র ৩৩ রানে পিছিয়ে রইল ভারত। মূলত ওয়াশিংটন সুন্দর এবং শার্দূল ঠাকুরের ব্যাটে ভর করেই প্রথম ইনিংসে রানের ব্যবধান অনেকটাই কমিয়ে রাখল রাহানে বাহিনী।
দ্বিতীয় দিনে বৃষ্টির জন্য খেলা পরিত্যক্ত হওয়ার সময় ভারতের খাতায় ছিল ৬২/২। তৃতীয় দিনের শুরুটা অবশ্য বেশ নড়বড়ে ঠেকল। হেজলউড এবং স্টার্কের হাতে উইকেট তুলে দিয়ে ফেরত যেতে খুব একটা দেরি করলেন না চেতেশ্বর পুজারা (২৫) এবং অজিঙ্কে রাহানে (৩৭)। তাঁদের বিদায়ের পর মায়াঙ্ক অগ্রবাল (৩৮) এবং ঋষভ পন্ত (২৩) কিছুটা আলো দেখালেও পূর্বসূরিদের মতোই ফেরত গেলেন। মায়াঙ্ক এবং পন্ত, দু’জনকেই ফেরত যাওয়ার পথ দেখালেন হেজলউড।
তখনও দু’শো রানের গণ্ডি টপকাতে পারেনি ভারতীয় বাহিনী। স্বাভাবিক ভাবেই সংশয় দেখা দিল। কিন্তু এর পরই পটপরিবর্তন। জমে গেলেন সুন্দর এবং শার্দূল জুটি। দু’জনেই হাফ সেঞ্চুরি হাঁকালেন।

সুন্দর নিজের টেস্ট অভিষেকে ১৪৪ বল খেলে করলেন ৬২, স্টার্কের বলে গ্রিনের তালুবন্দি হলেন। অন্যদিকে ১১৫ বলে শার্দূল করলেন ৬৭, কামিন্সের বলে বোল্ড হলেন শার্দূল। তাঁদের দৌলতেই ভারত তিনশো টপকালো। মোটামুটি লড়াইয়ের জায়গায় পৌঁছে গেল টিম ইন্ডিয়া।
ভারতের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়ে হেজলউড বুঝিয়ে দিলেন তিনি এখন ফর্মের শীর্ষে রয়েছেন। তবে ভারতীয় দল প্রথম ইনিংসে লড়াইয়ের জায়গায় পৌঁছে গিয়ে ম্য়াচের গতি এবং উত্তেজনা দু’টোই বাড়িয়ে দিলেন।
দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিনের শেষে কোনো উইকেট না হারিয়ে ভারতের থেকে ৫৪ রানে এগিয়ে শেষ করল অস্ট্রেলিয়া। দুই ওপেনার হ্যারিস (১) এবং ওয়ার্নার (২০) প্রথম ইনিংসের ৩৩ রানের সঙ্গে যোগ করলেন আরও ২১। চতুর্থ দিনের শুরুতেই ব্যাট নিয়ে মাঠে নামতে দেখা যাবে অস্ট্রেলিয়ার ওপেনার জুটিকে। ততক্ষণ চলুক অপেক্ষা!
আরও পড়তে পারেন: বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত, ভারতের সামনে ৩০৭
ক্রিকেট
বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত, ভারতের সামনে ৩০৭
প্রথম ইনিংসে তিনটি করে উইকেট তুলে নিলেন নটরাজন-সুন্দর-শার্দূল।

অস্ট্রেলিয়া ৩৬৯ (লাবুশানে ১০৮, পেন ৫০ নটরাজন ৩-৭৮, সুন্দর ৩-৮৯, শার্দূল ৩-৯৪)
ভারত ৬২/২ (রোহিত ৪৪, লায়ন ১-১০, কামিন্স ১-২২)
খবর অনলাইন ডেস্ক: ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে খুব বেশিক্ষণ ক্রিজে টিকতে পারল না অস্ট্রেলিয়া। প্রথম দিন টিম পেন বাহিনী শেষে করেছিল ২৭৪-এ। শনিবার এর সঙ্গে ৯৫ রান যোগ করেই তাদের অলআউট হতে হল নটরাজন-সুন্দর-শার্দূল জোটের আক্রমণে।
নটরাজন এবং সুন্দরের এটাই প্রথম টেস্ট ম্যাচ। অভিষেকেই দু’জনে তুলে নিলেন তিনটে করে ইউকেট। তাঁদের যোগ্য সঙ্গত দিলেন শার্দূল। তাঁর নামের পাশেও তিনটি উইকেট। অশ্বিন ও বুমরাহের অনুপস্থিতিতে ভারতে অনভিজ্ঞ বোলিং নিয়ে চিন্তা ছিল-ই। তবে টিম পেনদের জ্বলে ওঠার সুযোগ কেড়ে নিতে তাঁরা সফল হলেন এ দিন। কিন্তু অজিরা সাড়ে তিনশোর গণ্ডি পার করায় চাপ তো থাকছেই। ফলে এই চাপ কতটা কাটিয়ে উঠতে পারলেন নবাগতরা, সেটা ম্যাচের শেষেই স্পষ্ট হবে।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৩৬৯ রান তাড়া করতে নেমে ভারত যে খুব একটা ভালো শুরু করল, সেটাও বলা গেল না। দলগত ১১ রানের মাথায় ব্যক্তিগত ৭ রানে ফিরতে হল শুভমনকে। আবার চা পান বিরতিতে যাওয়ার আগেই ৭৪ বল খেলে রোহিত শর্মা ৪৪ রানে আউট হন। সব মিলিয়ে বিরতিতে ভারতের ঝুলিতে ২ উইকেট হারিয়ে ৬২ রান।
তবে চা পান বিরতির পর ব্রিসবেনে ভারী বৃষ্টি শুরু হওয়ার কারণে খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টি থামলেও মাঠ ভিজে থাকার কারণে ভারতের তরফে ২৬ ওভার ব্যাটিংয়ের পর এ দিনের জন্য পুরোপুরি বন্ধ হয়ে যায় খেলা।
নবাগত বোলারদের নিয়ে অস্ট্রেলিয়ার মজবুত ব্যাটিংকে মোটের উপর ভালোই ধাক্কা দিল ভারত। দুই ওপেনার ফেরত যাওয়ার পর বাকিটা এখন নির্ভর করছে পুজারা, রাহানে, মায়াঙ্ক অথবা ঋষভদের উপর। ভারতের সামনে এখন ৩০৭ রান। দিনের শেষে অপরাজিত পুজারা (৮) এবং রাহানে (২)।
একই সঙ্গে তৃতীয় দিনের আবহাওয়ার গতিবিধিও অন্যতম ফ্যাক্টর। জানানো হয়েছে, এ দিন বৃষ্টির জন্য খেলা পরিত্যক্ত হওয়ার তৃতীয় দিনে আধঘণ্টা আগে খেলা শুরু হবে। ততক্ষণ চলুক অপেক্ষা!
আরও পড়তে পারেন: অভিষেকে লড়াকু নটরাজন, সুন্দর, অস্ট্রেলিয়া ২৭৪

অস্ট্রেলিয়া ২৭৪/৫ (লাবুশানে ১০৮, ওয়েড ৪৫ নটরাজন ২-৬৩ সুন্দর ১-৬৩)
খবর অনলাইন ডেস্ক: ব্রিসবেন টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। শুরুতেই দুই ওপেনারকে তুলে নেন ভারতীয় বোলাররা। তবে লাবুশানের দুর্দান্ত ব্যাটিংয়ের দৌলতে অস্ট্রেলিয়া প্রথম দিনে শেষ করল -তে।
এ দিন প্রথম ওভারেই ডেভিড ওয়ার্নারকে ফেরত পাঠান মহম্মদ সিরাজ। ব্যক্তিগত পাঁচ রানের মাথায় হ্যারিসের উইকেট তুলে দেন শার্দূল ঠাকুরের হাতে। স্মিথ-লাবুশানে জুটি জমতে শুরু করতেই ভেলকি দেখালেন ওয়াশিংটন সুন্দর। তিনি অভিষেকে ম্যাচেই স্মিথের উইকেট তুলে নিলেন।
তবে পরিস্থিতি একশো আশি ডিগ্রি ঘুরিয়ে দিলেন লাবুশানে। তাঁর সহজ ক্যাচ ফেলেন স্লিপে দাঁড়ানো রাহানে। তার পর একেবারে থামলেন ১০৮ রানে। তিন উইকেট হারিয়েও লাবুশানে বড়ো রান তুলে নিলেন তিনি। মাঝে মধ্যেই মনে হচ্ছিল অশ্বিন এবং বুমরাহের অনুপস্থিতিতে ভারতের অনভিজ্ঞ বোলিংকে তিনি দাপটের সঙ্গে শাসন করছেন। কেরিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি গড়ে টি নটরাজনের বলে ঋষভ পন্তের হাতে জমা দিয়ে ফিরলেন ঠিকই, তবে অস্ট্রেলিয়া তখন পার করেছে দু’শোর গণ্ডি।
তবে স্মিথ, লাবুশানেদের ফিরিয়ে দিয়েও ততটা স্বস্তি মেলেনি ভারতীয় শিবিরে। ক্রিজে জমে গেলেন গ্রিন-পেন জুটি। তাঁরাই ২৩১/৫ থেকে অস্ট্রেলিয়াকে দিনের শেষে টেনে নিয়ে গেলেন ২৭৪-এ।
অশ্বিন ও বুমরাহের অনুপস্থিতি কেএল রাহুল, উমেশ যাদব, মহম্মদ শামি, হনুমা বিহারী এবং রবীন্দ্র জাদেজাও ইতিমধ্যে আহতদের ক্রমবর্ধমান তালিকায় যুক্ত হয়েছেন। স্বাভাবিক ভাবেই নতুনদের পরখ করে নেওয়ার সুযোগ মিলল ব্রিসবেনে। ওয়াশিংটন সুন্দরের মতোই এ দিন টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে অভিষেক ঘটল নটরাজনের। বোলিং কতটা ধারালো করতে তুলতে পারেন, সেটারই নমুনা তিনি রাখলেন আজ। ক্রমশ চিন্তার কারণ হয়ে ওঠা লাবুশানে-ওয়েড জুটিকে তিনি একাই ফেরার রাস্তা দেখিয়ে দিলেন।
আরও পড়তে পারেন: ইতিহাস অধরা থাকলেও ‘ফাইট’ দিল টিম ইন্ডিয়া
-
রাজ্য2 days ago
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করতে সিপিএমের লাইনেই খেলছেন শুভেন্দু অধিকারী
-
দেশ3 days ago
নবম দফার বৈঠকেও কাটল না জট, ফের কৃষকদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্র
-
প্রযুক্তি3 days ago
হোয়াটসঅ্যাপে এ ভাবে সেটিং করলে আপনার আলাপচারিতা কেউ দেখতে পাবে না এবং তথ্যও থাকবে নিরাপদে
-
ক্রিকেট3 days ago
অভিষেকে লড়াকু নটরাজন, সুন্দর, অস্ট্রেলিয়া ২৭৪