ওয়েবডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছেন সাউথ আফ্রিকার মারকুটে ব্যাটসম্যান এবি ডেভিলিয়ার্স? এমনই ইঙ্গিত দিয়েছেন দলের অধিনায়ক ফাফ দু’প্লেসি।
সামনের বছর অস্ট্রেলিয়ায় টি২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে সাউথ আফ্রিকা দলে ডেভিলিয়ার্সকে ফেরানোর তোড়জোড় শুরু হয়েছে বলে জানিয়েছেন দু’প্লেসি। এই প্রসঙ্গে সাংবাদিকদের একটি প্রশ্নের উত্তরে দু’প্লেসি বলেন, “গত তিন-চার মাস ধরেই এই ব্যাপারে কথাবার্তা চলছে।”
২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের পরেই অবসর নিয়েছিলেন ডেভিলিয়ার্স। এর পর আইপিএল-সহ বিশ্বের প্রায় সমস্ত টি২০ টুর্নামেন্টে চুটিয়ে খেলে চলেছেন তিনি। ফলে সাউথ আফ্রিকার টি২০ দলেই তাঁর ফেরা হতে পারে।
তবে এখন বিষয়টা নিয়ে বেশি ভাবতে রাজি হন দু’প্লেসি। আপাতত তাঁদের লক্ষ্য ২৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ।
আরও পড়ুন বাদ পড়লেন বিশ্বকাপ খেলা ৫০ শতাংশ ক্রিকেটারই, ভারতের বিরুদ্ধে সিরিজে আমূল পরিবর্তন অস্ট্রেলিয়া দলে
গত কয়েক দিনে আমূল বদলে গিয়েছে সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ডের প্রশাসন। সৌরভের পথ অনুসরণ করেই এখন সাউথ আফ্রিকার বোর্ডের প্রধান হয়েছেন গ্রেম স্মিথ। দলের কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ উইকেটকিপার মার্ক বউচারকে। ফলে গত কয়েক মাসের টালমাটাল পরিস্থিতি সামলে এখন নতুন ভাবে ঝাঁপাতে উদগ্রীব সাউথ আফ্রিকা।
উল্লেখ্য, কিছু দিন আগেই অবসর ভেঙে ক্রিকেটে ফিরে আসার কথা ঘোষণা করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়েন ব্রাভো। এ বার সম্ভবত সেই পথেই হাঁটতে চলেছেন এবিডি।