gillyfinal

ওয়েবডেস্ক: ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা উইকেটরক্ষক প্রাক্তন অস্ট্রেলীয় অ্যাডাম গিলক্রিস্ট। ক্রিকেটে তাঁর অবদান অনস্বীকার্য। ক্রিকেটের ইতিহাসে ঘাটলে খুব কম উইকেটরক্ষকই আছেন যাঁরা গিলক্রিস্টের ধারে-কাছে আসতে পারে। যাঁদের মধ্যে অন্যতম সেরা প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাঁকে নিয়ে নতুন কিছু বলার নেই। অনেকের কাছে তিনিই সর্বকালের সেরা উইকেটরক্ষক। তবে দু’জন আলাদা প্রজন্মের। এবং তা ছাড়া লেজেন্ডদের নিয়ে কখনোই তুলনা করা উচিত নয়।

সর্বকালের সেরা কে সেই বিতর্ক নয় থাক। তবে প্রাক্তন অস্ট্রেলীয় কিন্তু নিজের মতামত দিতে খুব একটা দ্বিধা করলেন না। গিলক্রিস্ট সাফ জানিয়েছেন, পুরুষ-মহিলা নির্বিশেষে এই মুহূর্তে বিশ্বের সেরা উইকেটরক্ষক ইংল্যান্ডের মহিলা দলের উইকেটকিপার অধিনায়ক সারা টেলর। ‘টেস্ট ম্যাচ স্পেশাল ইন্টারভিউ’তে এক প্রশ্নের পরিপ্রেক্ষিতে এমনটাই জানান গিলি। তাঁর বক্তব্য, “বেশ কিছুদিন হয়নি আমি টুইট করে বলেছিলাম যে সারা এই মুহূর্তে বিশ্বের সেরা কিপার। মহিলা- পুরুষ মিলিয়ে। বেশ কিছু বছর ধরে ও দুর্দান্ত খেলেছে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে। এবং ওঁর লেগ সাইডে স্ট্যাম্পিং অবিশ্বাস্য। রিফ্লেকশানও দেখার মতো। তা ছাড়াও সোশ্যাল মিডিয়ায় ওঁর চমক তো দেখতেই পাওয়া যায়”। শুধু তাই নয় গিলক্রিস্টের এমন বলার কারণ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেলরের অবিশ্বাস্য কিপিং যা টুইটারে পোস্ট করে সারা-কে বাহবাও জানিয়েছেন তিনি।

sarah600

 

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here