cook-final

ওয়েবডেস্ক: ভাবতে পারেন, ভারতের নামী কোনো খেলোয়াড় তো দূরস্থান, আইপিএল খেলা মাঝারি মানের কোনো খেলোয়াড় কলকাতা, দিল্লি বা মুম্বইয়ের মেট্রো রেলে চেপে মাঠে যাচ্ছেন? এই কাণ্ডটাই ঘটিয়ে ফেললেন কুক।

ইংল্যান্ড জার্সিতে ভারতের বিরুদ্ধে শেষ টেস্ট খেলে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যালেস্টার কুক। নিজের শেষ টেস্টে তাঁর নামের পাশে রয়েছে সেঞ্চুরি। একই সঙ্গে রেকর্ড বুকেও ঠাঁই করে নিয়েছেন নিজের নাম। তবে অনেকেই হয়তো জানেন না নিজের শেষ টেস্টের প্রতিটা দিনই তিনি মেট্রোয় চড়ে স্টেডিয়ামে গিয়েছেন এবং ফিরেছেন।

আরও পড়ুন: ইংল্যান্ডে টেস্টে ব্যর্থতার কারণ নিয়ে মুখ খুললেন ধোনি

লন্ডনের আন্ডারগ্রাউন্ড টিউব বা আমাদের ভাষায় মেট্রো রেলে করে শেষ টেস্টের প্রতিটা দিন ওভাল স্টেডিয়ামে যাতায়াত করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন জাতীয় দলের খেলোয়াড় জেমস অ্যান্ডারসন, কিটন জেনিংস এবং কুকের কাউন্টি দল এসেক্সের সতীর্থ জেমস ফস্টার।

টুইটারে একটি পোস্ট করে ফস্টার জানান, “প্রতিটা সকালে কুকের বডিগার্ড হয়ে দারুন লেগেছে। এবং গর্বের কুকের শেষ টেস্টের প্রতিটা সময় ওর সঙ্গে থাকা”।

 

উত্তর দিন

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন