ওয়েবডেস্ক: চূড়ান্ত ভোলবদল অম্বতি রায়ুড়ুর। অবসর ভেঙে ক্রিকেটে ফিরে আসার সিদ্ধান্ত নিলেন তিনি। বৃহস্পতিবার তাঁর এই সিদ্ধান্তের কথা হায়দরাবাদ ক্রিকেট সংস্থাকে জানিয়ে দিয়েছেন এই ডান হাতি ব্যাটসম্যান।
বিশ্বকাপ চলাকালীন আচমকা সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন রায়ুড়ু। মাত্র ৩৩ বছর বয়সে এমন সিদ্ধান্তের জেরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। মনে করা হচ্ছিল বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ না পেয়ে এমন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন রায়ুড়ু।
আরও পড়ুন আরও এক মস্ত বড়ো রেকর্ডের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি
অবসর ভেঙে ফিরে আসার ব্যাপারে যে চিঠি তিনি হায়দরাবাদ ক্রিকেট সংস্থাকে দিয়েছেন, সেখানে রায়ুড়ুর সাফ কথা আবেগের বসেই অবসর ঘোষণা করেছিলেন তিনি। চিঠিতে তিনি লিখেছেন, “সব ধরনের ক্রিকেটে ফিরে আসার ব্যাপারে আমি সিদ্ধান্ত নিয়েছি। আমি অবসর ভেঙে ক্রিকেটে ফিরতে চাইছি। কঠিন সময়ে আমার পাশে থাকার জন্য চেন্নাই সুপারকিংস, ভিভিএস লক্ষ্মণ এবং নোয়েল ডেভিডের কাছে আমি কৃতজ্ঞ।”
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।