বাংলা ছাড়ছেন অশোক দিন্দা

0

খবরঅনলাইন ডেস্ক: সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এ বার বাংলা ছাড়তে চলেছেন ঘরোয়া ক্রিকেটের সুপরিচিত ফাস্ট বোলার অশোক দিন্দা (Ashok Dinda)।

গত মরশুমে দিন্দার সঙ্গে বাংলার টিম ম্যানেজমেন্টের ঝামেলা লেগেছিল। রঞ্জি মরশুমে প্রথম কয়েকটি ম্যাচ খেলার পরেই দল থেকে বাদ পড়েন তিনি। শৃঙ্খলাভঙ্গের কারণে তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়।

তবে দিন্দা মনে করেন, ক্রিকেট রাজনীতির শিকার হয়েছেন তিনি। নানা অছিলায় তাঁকে দল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাই বলে হাল ছেড়ে দেওয়ার পাত্র নন তিনি। তাই এ বার নতুন রাজ্যে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

গত মরশুমে বাংলার বোলিং কোচ রণদেব বসুর (Ranadeb Bose) সঙ্গে তাঁর ঝামেলা লেগেছিল। সেটাই যে তাঁর বাংলা ছাড়ার মূল কারণ সেটা দিন্দা স্বীকার করে নিয়েছেন। তবে রণদেব বাংলা দল থেকে সরে গেলে আবার বাংলায় ফিরে আসার সিদ্ধান্ত নিতে পারেন, এমনও ইঙ্গিত দেন দিন্দা।

১৬টি প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচে ৪২০টি উইকেটের মালিক বার বার বলে দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) সঙ্গে তাঁর সম্পর্কে কোনো দিনও চিড় ধরবে না। সেই সম্পর্ক এখনও অটুট রয়েছে।

কোন রাজ্যে যাচ্ছেন সে ব্যাপারে দিন্দা কিছু খোলসা না করলেও সূত্রের খবর ছত্তীসগঢ় আর গোয়ার থেকে প্রস্তাব পেয়েছেন তিনি। সম্ভবত ছত্তীসগঢ়কেই বেছে নেবেন অশোক দিন্দা।

বিজ্ঞাপন