রায়পুর: ছবিটা দেখে ভুল হয়ে যায়। মনে হয় যেন আশির দশকের ওয়েস্ট ইন্ডিজ দল ফিল্ডিং করছে কিংবা খেলা হচ্ছে অস্ট্রেলিয়ার পার্থে(পুরোনো পার্থ)। হ্যাঁ, মঙ্গলবার এমনই দৃশ্য দেখা গেল রায়পুরে ছত্তীসগঢ়ের ব্যাটিং-এর সময়। ছত্তীসগঢ় একসময় ছিল ১ উইকেটে ২০০। সেখান থেকে সোমবার খেলার শেষেই হয়ে গেছিল ৫ উইকেটে ২২৯। তার সঙ্গে আরও ৩০ রান যোগ করেই এদিন অলআউট হয়ে গেল তারা। ইনিংস ও ১৬০ রানে জিতে ৭ পয়েন্ট পেল বাংলা।
সোমবার ৫ উইকেট নিয়েছিলেন সামি, এদিন নিলেন আরও ২ উইকেট। সব মিলিয়ে ম্যাচে তাঁর উইকেট হল ৮। তবে ইতিহাস গড়লেন তাঁর সঙ্গী পেসার অশোক দিন্ডা। প্রথম ইনিংসে ৭ উইকেট নেওয়ার পর এদিন নিলেন আরও ৩ উইকেট। অর্থাাৎ শততম ম্যাচে ১০ উইকেট নিলেন তিনি। ছুঁলেন এরাপল্লী প্রসন্নকে। এর আগে রঞ্জিতে শততম ম্যাচে ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব ছিল ওই বিখ্যাত অফ স্পিনারের। এটি শততম ম্যাচ ছিল অধিনায়ক মনোজ তিওয়ারিরও। ৭ পয়েন্ট তুলে নেওয়ার জন্য সকাল থেকেই চেষ্টার ত্রুটি রাখেননি তিনি। দুই পেসারের আগুনে বোলিংকে সাহায্য করতে ৯টি স্লিপ দিয়ে ফিল্ডিং সাজিয়েছেন। ফল? এদিন ৪০ মিনিটের বেশি স্থায়ী হল না ছত্তীসগঢ়ের ইনিংস।