ashwin-test

ওয়েবডেস্ক: নিজের দেশের হয়ে টেস্ট ম্যাচ খেলা সবসময় গর্বের ব্যাপার। বর্তমান টি-২০ বাজারে যে তার রমরমা একটুও কমেনি ফের তা প্রমাণিত হল। আসন্ন ইংল্যান্ড সিরিজের আগে, কাউন্টি ক্রিকেটে নিজেকে তৈরি করার সুযোগ পেয়েছিলেন ভারতীয় দলের নির্ভরযোগ্য স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

ওরচেস্টারশায়ার দলের হয়ে খেলার কথা ছিল তাঁর। কিন্তু সেই সময় ঘরের মাঠে আফঘানিস্তানের সঙ্গে ঐতিহাসিক টেস্ট খেলবে ভারত। এক ম্যাচের সিরিজে প্রথমবারের জন্য টেস্ট ক্রিকেটে আবির্ভাব হবে আফঘানদের। যা কোনো ভাবেই হাতছাড়া করতে চান না, এই মুহূর্তে আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাব দলকে নেতৃত্ব দেওয়া অশ্বিন।

এই বিষয়ে অশ্বিনকে প্রশ্ন করা হলে তিনি জানান, “আমি কাউন্টির জায়গায় টেস্ট ম্যাচটি খেলতে চাই এবং ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে থাকতে চাই”।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here