vk

ওয়েবডেস্ক: টেস্ট সিরিজে মাঠে আমার আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলছে ভারতীয় দল। তবে সেই প্রস্তুতি ম্যচের তৃতীয় দিন ভারতের পক্ষে মোটেই সুখকর হয়নি। যার কারণ পৃথ্বী’শ চোট পেয়ে ছিটকে যাওয়া। একই সঙ্গে দিনের শুরুতে ভারতীয় বোলাররা বেশ রান হজম করেন। তবে দিনের শেষের ছবিটা ছিল কিছুটা আলাদা।

আরও পড়ুন: বিপদ বাড়ালেন বোলাররা, দুর্ধর্ষ শতরানে ওপেনিং-এ জায়গা পাকা করলেন এই ব্যাটসম্যান

ব্যাট ছেড়ে বল হাতে তুলে নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। দু’ ওভারে ছয় রান দেন তিনি। আর বিরাটের বল করার ফলে তাঁকে কিছুটা ‘ট্রোল’ করেন সতীর্থ তথা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

aswin
ছবি: টুইটার

সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, “আমার মনে হয়েছে ও (বিরাট) হয়তো সব বোলারকে বোঝাচ্ছিল কোন দিকে বলটা করতে হবে (হেসে)। সেটা মজার দিক। আসলে আমার মনে হয় ও কয়েকটা ওভার বল করতে চেয়েছিল কারণ দ্বিতীয় নতুন বল নেওয়ার আগেই বোলাররা খুব ক্লান্ত হয়ে গিয়েছিল।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here