virat kohli
ফাইল ছবি

ওয়েবডেস্ক: ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে রীতিমতো হতাশার মুখ দেখেছে ভারত। সিরিজ চলাকালীন ব্যাটসম্যানদের দায়বদ্ধতা এবং দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক এবং কিংবদন্তি সুনীল গাওস্কর। সেই গাওস্কর ফের একবার মুখ খুললেন। এ বার বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়ে। তাঁর মতে, বিরাটের অধিনায়কত্বে কোনো কোনো সময়ে অভিজ্ঞতার অভাব লক্ষ করা যায়।

gavaskar-600
সুনীল গাওস্কর

সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “ওকে (বিরাট) এখনও অনেক কিছু শিখতে হবে। যেটা আগে আমরা দক্ষিণ আফ্রিকা এবং এখন ইংল্যান্ডে দেখলাম। উদাহরণ, যদি সঠিক সময়ে সঠিক ফিল্ডিং সাজাত এবং ঠিকমতো বোলার আনতে পারত তা হলে একটা তফাত গড়ে দিতে পারত। যেটা অনেক সময়েই হয়নি। দু’বছর হয়ে গেল ও টেস্টে দলের অধিনায়কত্ব পেয়েছে তবে কোনো কোনো সময়ে অভিজ্ঞতার অভাব দেখা যাচ্ছে। ওর অভিজ্ঞতা যেটা আছে তা ঘরের মাঠে। খুব জমে যাওয়া একটা পার্টনারশিপ কী করে ভাঙতে হয় সেই অভিজ্ঞতা ওর নেই। আশা করছি, ও শিখে যাবে যখন আমরা অস্ট্রেলিয়ায় খেলতে যাব। এবং ওদের নীচের সারির ব্যাটসম্যানদের সেই মোমেনটাম ও পেতে দেবে না।”

উত্তর দিন

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন