অস্ট্রেলিয়া: ১৬৪-৫ (মার্কাস স্টয়নিস ৬৭ নট আউট, ডেভিড ওয়ার্নার ৫৬, মেহরান খান ২-৩৮)
ওমান: ১২৫-৯ (আয়ান খান ৩৫, মেহরান খান ২৭, মার্কাস স্টয়নিস ৩-১৯, মিশেল স্টার্ক ২-২০)
খবর অনলাইন ডেস্ক: অল রাউন্ড পারফরমেন্স একেই বলে। যেমন খেল দেখালেন ব্যাটে, তেমনই খেল দেখালেন বলে। বলতে দ্বিধা নেই মার্কাস স্টয়নিসের এই পারফরমেন্সই ওমানের বিরুদ্ধে জয় এনে দিল অস্ট্রেলিয়াকে। আইসিসি টি২০ বিশ্বকাপের দশম ম্যাচে অস্ট্রেলিয়া ৩৯ রানে হারাল ওমানকে। স্বাভাবিকভাবেই স্টয়নিস হলেন ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’।
এ দিন আর-একটি রেকর্ড করলেন ডেভিড ওয়ার্নার। টি২০ ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ড। এ দিন ওমানের বিরুদ্ধে ৫৬ রান করে আরোন ফিঞ্চের রেকর্ড ভাঙলেন ওয়ার্নার। টি২০ ক্রিকেটে ফিঞ্চের সংগ্রহ ৩১২০ রান। সেটা টপকে ওয়ার্নারের রান হল ৩১৫৫।
অস্ট্রেলিয়ার চতুর্থ উইকেটের জুটিতে ১০২ রান
বৃহস্পতিবার ভারতীয় সময় সকাল ৬টায় (স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ৮টায়) বার্বাডোজের ব্রিজটাউনে কেনসিংটন ওভালে আয়োজিত ম্যাচে টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠায় ওমান। চালটা খুব একটা ভুল ছিল না ওমানের। ৫০ রানের মধ্যে ৩ উইকেট ফেলে দিয়ে অস্ট্রেলিয়াকে বিপাকে ফেলে দেয় ওমান। দ্রুত প্যাভিলিয়নে ফিরে যান ট্র্যাভিস হেড, মিশেল মার্শ আর গ্লেন ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল তো খাতাই খুলতে পারেননি। তাঁকে তুলে নেন ওমানের সফলতম অল-রাউন্ডার মেহরান খান। কিন্তু এর পরেই খেলার মোড় ঘুরে যায়।
চতুর্থ উইকেটে ডেভিড ওয়ার্নার আর মার্কাস স্টয়নিস যোগ করেন ১০২ রান। এঁদেরই ব্যাটিং-এর দৌলতে সম্মানজনক স্কোরে পৌঁছোয় অস্ট্রেলিয়া। ৫১ বলে ৫৬ রান করে কালিমুল্লাহের বলে শোয়েব খানকে ক্যাচ দিয়ে বিদায় নেন ওয়ার্নার। আর দুরন্ত স্টয়নিস নট আউট থাকেন ৩৬ বলে ৬৭ রান করে।
সবচেয়ে আক্রমণাত্মক মার্কাস স্টয়নিস
ওমানের কাছে জয়ের জন্য লক্ষ্যমাত্রা ছিল ১৬৬ রান। অস্ট্রেলিয়ার আক্রমণের মুখে পড়ে নিয়মিত ব্যবধানে উইকেট হারায় ওমান। আয়ান খান (৩০ বলে ৩৬ রান) এবং মেহরান খান (১৬ বলে ২৭ রান) দলের পতন কিছুটা ঠেকানোর চেষ্টা করেন। কিন্তু সেটা যথেষ্ট ছিল না।
অস্ট্রেলিয়ার চার বোলারের মধ্যে সবচেয়ে আক্রমণাত্মক ছিলেন মার্কাস স্টয়নিস। তিনি ১৯ রান দিয়ে ৩ উইকেট দখল করেন। ওমানের উইকেট দখলে তাঁর পাশে ছিলেন মিশেল স্টার্ক (২০ রানে ২ উইকেট), অ্যাডাম জাম্পা (২৪ রানে ২ উইকেট) এবং নাথান এলিস (২৮ রানে ২ উইকেট)। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৫ রান করে ওমান। তারা ৩৯ রানে হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে।
আরও পড়ুন
আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: পাপুয়া নিউ গিনিকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় পেল উগান্ডা