Homeখেলাধুলোক্রিকেটআইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: স্কটল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড চলে গেল সুপার ৮-এ

আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: স্কটল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড চলে গেল সুপার ৮-এ

প্রকাশিত

স্কটল্যান্ড: ১৮০-৫ (ব্র্যান্ডন ম্যাকমুলেন ৬০, রিচি বেরিংটন ৪২ নট আউট, গ্লেন ম্যাক্সওয়েল ২-৪৪)  

অস্ট্রেলিয়া: ১৮৬-৫ (১৯.৪ ওভারে) (ট্র্যাভিস হেড ৬৮, মার্কাস স্টয়নিস ৫৯, মার্ক ওয়াট ২-৩৪, সাফিয়ান শরিফ ২-৪২)   

খবর অনলআইন ডেস্ক: এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়া আগেই সুপার ৮-এ পৌঁছে গিয়েছে। তাই স্কটল্যান্ডের বিরুদ্ধে তাদের ম্যাচটি ছিল নিতান্তই নিয়মরক্ষার। কিন্তু এই ম্যাচের গুরুত্ব ইংল্যান্ডের কাছে ছিল অপরিসীম। এই ম্যাচের ফলের উপরে তাদের সুপার ৮-এ যাওয়া নির্ভর করছিল। শেষ পর্যন্ত স্কটল্যান্ডকে অস্ট্রেলিয়া হারানোয় ইংল্যান্ড সুপার ৮-এ চলে গেল।

গ্রস আইলেটে ডারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ডে আয়োজিত ম্যাচে টসে অস্ট্রেলিয়া ব্যাট করতে পাঠায় স্কটল্যান্ডকে। স্কটল্যান্ড দুর্দান্ত খেলে নির্ধারিত ২০ ওভারে ১৮০ রান করতেই ইংল্যান্ডের সমর্থকদের চিন্তা শুরু হয়ে যায়। সেই চিন্তা আরও বাড়ে যখন জয়ের জন্য প্রয়োজনীয় রান তাড়া করতে গিয়ে অস্ট্রেলিয়া ৩৪ রানের মধ্যে ২ উইকেট হারায়। কিন্তু শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া লক্ষ্যে পৌঁছে যাওয়ায় স্বস্তি পান ইংল্যান্ডের সমর্থকরা। ৫ উইকেটে ১৮৬ রান করে অস্ট্রেলিয়া ৫ উইকেটে স্কটল্যান্ডকে হারায়।

স্কটল্যান্ডের ১৮০ রানের পিছনে ছিল দু’জন ব্যাটারের অবদান। ব্র্যান্ডন ম্যাকমুলেন এবং রিচি বেরিংটন। ম্যাকমুলেন করেন ৩৪ বলে ৬০ রান। তাঁর ৬০ রানের মধ্যে ছিল ৬টা ছয় এবং ২টো চার। রিচি বেরিংটন ৩১ বলে ৪২ রান করে নট আউট থাকেন।

অস্ট্রেলিয়া কীভাবে লক্ষ্যে পৌঁছোল

রান তাড়া করতে গিয়ে মাথা ঠান্ডা করে খেলছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার ট্র্যাভিস হেড। কিন্তু একে একে ফিরে যান তাঁর সঙ্গী ডেভিড ওয়ার্নার, মিশেল মার্শ এবং গেলন ম্যাক্সওয়েল। ৬০ রানের ৩ উইকেট পড়ে যায়। জয় তখনও ১২১রান দূরে। হাতে ৭০ বল। সমীকরণ খুব কঠিন নয়, তবু আশঙ্কা থেকেই যায়। হেড সঙ্গী পেলেন মার্কাস স্টয়নিসকে। হেড একটু দেখেশুনে খেললেও স্টয়নিস ঝড় ওঠালেন। চতুর্থ উইকেটের জুটিতে রান পৌঁছে গেল ১৪০ রানে। হেড আউট হলেন ৪৯ বলে ৬৮ করে সাফিয়ান শরিফের বলে মার্ক ওয়াটকে ক্যাচ দিয়ে।

তখনও জয় ৪১ রান দূরে, হাতে বল ২৬। টি২০ ম্যাচের হিসাবে সমীকরণ আর তত কঠিন নয়। দলের ১৫৫ রানের মাথায় ওয়াটের বলে বোল্ড হন স্টয়নিস। তিনি করেন ২৯ বলে ৫৯ রান। বাকি কাজটা সমাধা করেন টিম ডেভিড এবং ম্যাথু ওয়েড। মূল কাজটা সারেন টিম ডেভিড ১৪ বলে ২৪ করে। ৩ বল বাকি থাকতে স্কটল্যান্ডের রান ছোঁয় অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ব্র্যাড হুইলের চতুর্থ বলে ছোঁয় মেরে জয় আনেন ডেভিড। ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হন মার্কাস স্টয়নিস।

আরও পড়ুন   

আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: নামিবিয়াকে হারিয়ে ইংল্যান্ডের সামনে সুপার ৮-এ যাওয়ার সুযোগ এখনও থাকল          

সাম্প্রতিকতম

নতুন নতুন পদ্ধতিতে পাচার, সামলাতে হিমশিম বিএসএফ-পুলিশ, নিষিদ্ধ কাশির সিরাপে কোটি টাকার ব্যবসা

ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে নিষিদ্ধ কাশির সিরাপ পাচারের প্রবণতা রয়েছে। বাংলাদেশে ফেনসিডিল ও স্কাফের মতো সিরাপ নিষিদ্ধ হওয়ায়, চোরাকারবারীরা ভারত থেকে এই সিরাপগুলো বাংলাদেশে পাচার করে থাকে।

ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে বন্ধ বিদেশি সহায়তা, ছাড় শুধু ইজরাইল ও মিশরকে

নবগঠিত ট্রাম্প প্রশাসন বিদেশি সাহায্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ইসরাইল ও মিশর ব্যতীত ইউক্রেনসহ অন্যান্য দেশ প্রভাবিত। মার্কো রুবিওর মেমোর মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর।

হাসিনার ‘কামব্যাক’ সম্ভব? নির্বাসনে থেকেও আওয়ামী লীগ নেতাদের লড়াইয়ের বার্তা ‘আপা’-র

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাসনে। আওয়ামী লীগ নেতা-কর্মীরা চরম সংকটের মুখে। দল পুনর্গঠনের লক্ষ্যে রয়েছে একতা ও ভবিষ্যতের পরিকল্পনা।

প্রতি দিন এক গ্লাস দুধ খেলে কী হয়? কী তথ্য উঠে এল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায়

প্রতি বছর অসংখ্য মানুষ কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হন। অত্যন্ত দ্রুত এই ক্যানসার ছড়িয়ে পড়ে...

আরও পড়ুন

ভারত-ইংল্যান্ড টি২০: ৪৩ বল বাকি থাকতেই ৭ উইকেটে জয় অভিষেক-বরুণদের  

ইংল্যান্ড: ১৩২ (জোস বাটলার ৬৮, বরুণ চক্রবর্তী ৩-২৩, অর্শদীপ সিংহ ২-১৭, অক্ষর পটেল ২-২২) ভারত:...

মঙ্গলবারও ইডেনে চলল অনুশীলন, সূর্য বললেন ইডেনের উইকেট বরাবরই হাই স্কোরিং

কলকাতা: আর মাত্র কয়েক ঘণ্টা। তার পরেই ইডেনের সবুজ মাঠে মুখোমুখি হবে ভারত ও...

শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড টি২০ ক্রিকেট, বুধবার ইডেনে প্রথম ম্যাচ

কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে মুখোমুখি হচ্ছে ভারত। পাঁচটি টি২০ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ শুরু হচ্ছে...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে