lyon

ওয়েবডেস্ক: ভারত-অস্ট্রেলিয়া যখনই একে অপরের মুখোমুখি হয়, তখন মাঠের থেকেও মাঠের বাইরের খবর বেশি শিরোনামে থাকে। এমন উদাহরণ খুঁজলে প্রচুর পাওয়া যাবে। তবে সব সময় যে গরমাগরম খবর তা নয়। মাঝে মধ্যে হাসি ঠাট্টাও লক্ষ করা যায়। তেমনই ঘটনা কিন্তু ঘটল। তবে এ ক্ষেত্রে কোনো ভারতীয় ক্রিকেটার যুক্ত নয়। পুরোটাই অস্ট্রেলিয়ার নিজস্ব।

আরও পড়ুন: বার্সাকে ইপিএলের তিন তারকাকে দলে নেওয়ার কথা বললেন মেসি

দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষে ফক্স স্পোর্টসে এক সাক্ষাৎকার দিচ্ছিলেন অস্ট্রেলিয়ার স্পিনার ন্যাথান লিয়ঁ। ঠিক তখনই দূর থেকে এসে লায়নের হাফ প্যান্ট খুলে দিয়ে চলে যান স্টার্ক। অন ক্যামেরা। ফলে ঘটনাটা কিছুটা অস্বস্তিকর হয়ে যায় লিয়ঁর পক্ষে। তবে তিনি চুপচাপ ইন্টারভিউ দিতে থাকেন।

 

লাইভ অনুষ্ঠানে প্যানেলে থাকা প্রাক্তন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট এই দেখে জানান, “ ঈশ্বরকে ধন্যবাদ। ওয়ার্ম আপ শর্টের (হাফ প্যান্টের) ভিতরে স্পোর্টস স্কিনার ছিল।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here