ball

ওয়েবডেস্ক: ক্রিকেট মাঠে অদ্ভুত ভাবে হাত দিয়ে বল ফসকে যাওয়ার ঘটনা অতীতে বহু বার দেখা গিয়েছে। ফের তেমনই ঘটনার সাক্ষী থকল বিশ্বক্রিকেট। শনিবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া। আর সেখানেই এমন কাণ্ড করলেন দক্ষিণ আফ্রিকার তারকা বোলার কাগিসো রাবাডা।

আরও পড়ুন: ম্যানইউ এবং বার্সাকে টপকে এই তরুণ প্রতিভা প্রায় চূড়ান্ত ম্যানসিটি-তে

বৃষ্টির কারণে ম্যাচ ১০ ওভারে দাঁড়ায়। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের নবম ওভারে এই কাণ্ড। দৌড়ে এসে বল ছাড়ার সময় সেটি রাবাডার হাত থেকে স্লিপ করে ব্যাকওয়ার্ড পয়েন্ট ফিল্ডারের কাছে চলে যায়। আম্পায়াররা নিজেদের মধ্যে পরামর্শ করে সেটিকে ডেড বল ঘোষণা করেন। কিতু তাতে অখুশি হন ব্যাটিংয়ে থাকা গ্লেন ম্যাক্সওয়েল। তিনি ডিমান্ড করেন নো বলের। ভিডিও রীতিমতো ভাইরাল।

ম্যাচে ২১ রানে জয়ী দক্ষিণ আফ্রিকা।

 

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here