nz mosque shooting
মসজিদে গুলি। ছবি সৌজন্যে সিএনবিসিডটকম।

ওয়েবডেস্ক: আর একটু হলেই বন্দুকবাজদের গুলির পাল্লায় চলে এসেছিলেন তাঁরা। পৌঁছে গিয়েছিলেন হ্যাগলি পার্কের কাছে ক্রাইস্টচার্চ শহরের মসজিদটিতে। একেবারে ভাগ্যের জোরে বেঁচে গেলেন। তাঁদের শেষ পর্যন্ত নিরাপদে হোটেলে ফিরিয়ে আনা হয়েছে। তাঁরা বাংলাদেশের ক্রিকেট টিমের সদস্য।

নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের চলতি সিরিজ বাতিল করে দেওয়া হয়েছে। বাংলাদেশের ক্রিকেটাররা দেশে ফিরে আসছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মুখপাত্র জালাল ইউনুস সংবাদসংস্থা এএফপি-কে বলেন, ক্রিকেট টিমের বেশির ভাগ সদস্যকে বাসে করে ওই মসজিদে নিয়ে যাওয়া হয়েছিল। তাঁরা ঠিক যে সময়ে মসজিদে ঢুকতে যাচ্ছিলেন, ঠিক সেই সময়ে গোলাগুলি চলতে শুরু করে। “তাঁরা নিরাপদেই আছেন। তবে খুব ভয় পেয়ে গেছেন। আমরা তাঁদের হোটেলেই থাকতে বলেছি।”

বাংলাদেশের ক্রিকেটার তামিম ইকবাল তাঁর টুইট বার্তায় ‘ভয়ংকর অভিজ্ঞতা’র কথা বলেছেন। বলেছেন ‘সক্রিয় বন্দুকবাজদের’ কথাও।

“সক্রিয় বন্দুকবাজদের হাত থেকে গোটা টিম বেঁচে গেছে। ভয়ংকর অভিজ্ঞতা। অনুগ্রহ করে আমাদের জন্য প্রার্থনা করুন” – টুইট বার্তায় লিখেছেন তামিম।

হ্যাগলি ওভালে ১৬ মার্চ শনিবার থেকে যে টেস্ট শুরু হওয়ার কথা ছিল তা বাতিল করা হয়েছে। নিউজিল্যান্ড এবং বাংলাদেশ, দু’ দেশেরই ক্রিকেট সংস্থা জানিয়েছে, বাংলাদেশের ক্রিকেটাররা হোটেলে নিরাপদে আছেন।

 

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here