Homeখেলাধুলোক্রিকেটভারত-বাংলাদেশ ২য় টেস্ট: প্রচণ্ড বৃষ্টি আর আলোর অভাব, বাংলাদেশ ৩ উইকেট হারানোর...

ভারত-বাংলাদেশ ২য় টেস্ট: প্রচণ্ড বৃষ্টি আর আলোর অভাব, বাংলাদেশ ৩ উইকেট হারানোর পর খেলা বন্ধ

প্রকাশিত

বাংলাদেশ: ১০৭-৩ (মমিনুল হক ৪০ নট আউট, নাজমুল হোসেন শান্ত ৩১, আকাশদীপ ২-৩১)

লখনউ: প্রচণ্ড বৃষ্টি, তার সঙ্গে আলোর অভাব। ৩৫ ওভারের পর পরিত্যক্ত ঘোষণা করা হল ভারত-বাংলাদেশ ২য় টেস্টের প্রথম দিনের খেলা। স্কোরবোর্ডে তখন বাংলাদেশের রান ৩ উইকেট খুইয়ে ১০৭। ব্যাট করছেন মমিনুল হক (৪০ রান) এবং মুসফিকুর রহিম (৬ রান)

সারারাত ধরে বৃষ্টির ফলে মাঠে ভিজে ছিল। সেই কারণে শুক্রবার কানপুরের গ্রিন পার্কে টস করতে ঘণ্টাখানেক দেরি হয়। টসে ভারত জেতে এবং মেঘলা আকাশ দেখে ফিল্ডিং নিতে বিন্দুমাত্র দ্বিধা করেননি অধিনায়ক রোহিত শর্মা। ২০১৫-এর পর এই প্রথম ঘরের মাঠে টস জিতে ভারত ফিল্ডিং নিল।

চেন্নাই টেস্টে ভারতের যে দল ছিল তার কোনো পরিবর্তন করা হয়নি। কানপুরের আবহাওয়া দেখে দলে তিনজন সিমার রাখা হয়েছে। তা ছাড়া গ্রিন পার্কে যতটা ঘাস থাকে এবার তার চেয়ে বেশি ঘাস আছে। আর বাংলাদেশ পুরো উলটো পথে হেঁটেছে। তাদের দলে রয়েছে তিনজন স্পিনার এবং তারা প্রথমেই ব্যাট করতে চেয়েছিল।

উইকেট তুললেন আকাশদীপ আর অশ্বিন  

ভারতের হয়ে বোলিং ওপেন করেন জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজ। বাংলাদেশের হয়ে ব্যাট করতে আসেন জাকির হাসান এবং শাদমান ইসলাম। প্রথম ৭ ওভার বল করেন বুমরাহ ও সিরাজ। বাংলাদেশ প্রথম ৭ ওভারে ২১ রান করলেও জাকির তাঁর খাতা খুলতে পারেননি। এর পর সিরাজকে সরিয়ে রবিচন্দ্রন অশ্বিনকে আনা হয় এবং বুমরাহকে সরিয়ে আনা হয় আকাশদীপকে। আকাশদীপ তাঁর প্রথম ওভারের তৃতীয় বলেই সাফল্য পেয়ে যান। স্লিপে যশস্বী জয়সোয়ালকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান জাকির। কোনো রান করতে পারেননি তিনি।

ind ban 2nd test rain 27.09

বৃষ্টি নামল মুষলধারে। ছবি BCCI ‘X’ থেকে নেওয়া।

শাদমানের সঙ্গী হন মমিনুল হক। কিন্তু শাদমান আর বেশিক্ষণ থাকতে পারেননি উইকেটে। নিজের ঝুলিতে আবার উইকেট ভরেন আকাশদীপ। দলের ত্রয়োদশ ওভার এবং নিজের তৃতীয় ওভারের তৃতীয় বলে শাদমানকে এলবিডব্লিউ করেন আকাশদীপ। বাংলাদেশের রান তখন ২৯-২। এর মধ্যে শাদমানেরই ২৪ রান।

মমিনুলের সঙ্গী হন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত। দলের পরিস্থিতি বেশ কিছুটা সামলান দুজনে। দলকে ক্রমশ বিপদ থেকে বের করে আনেন তাঁরা। দুজনে অবিচ্ছেদ্য থেকে যখন তাঁরা মধ্যাহ্নভোজনে প্যাভিলিয়নে যান তখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। ফলে মধ্যাহ্নভোজনের পর খেলা শুরু করতে মিনিটপনেরো দেরি হয়। তবে খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই তৃতীয় উইকেট পড়ে বংলাদেশের। তৃতীয় উইকেটে ৫১ রান ওঠার পর অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়ে বিদায় নেন শান্ত। ৩১ রান করে দলের ৮০ রানে ফিরে যান শান্ত। মুসফিকুর সঙ্গী হন মমিনুলের।

মমিনুল এবং মুসফিকুর ধীরে ধীরে দলের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন। কিন্তু আবার আকাশ কালো করে আসে। আলোর অভাবে খেলা চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ে। একটু পরেই নামে মুষলধারে বৃষ্টি। স্থানীয় সময় বিকেল ৩টে নাগাদ এদিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

সাম্প্রতিকতম

মহানগরীতে ঠাকুর দেখা ১: রাজীব বসুর ক্যামেরায়

একদিকে ডাক্তাররা বসে আছেন ধর্মতলার অনশন-মঞ্চে অন্যদিকে জনস্রোত নেমেছে কলকাতার বিভিন্ন পূজামণ্ডপে – শহরের...

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা করে পদার্থবিদ্যায় নোবেল পেলেন জন হপফিল্ড এবং জিওফ্রে হিন্টন  

এবার পদার্থবিদ্যায় যৌথভাবে নোবেল পুরস্কার জিতলেন মার্কিন যুক্তরাষ্ট্রের জন হপফিল্ড এবং কানাডার জিওফ্রে হিন্টন।...

কলগামে পঞ্চমবারের জন্য জয়ী হলেন সিপিআই (এম) নেতা মোহাম্মদ ইউসুফ তারিগামি

সিপিআই (এম) নেতা মোহাম্মদ ইউসুফ তারিগামি কলগাম আসনে পঞ্চমবারের জন্য জয়ী হয়েছেন। তিনি ৩৩,৩৯০ ভোট পেয়ে জামাত-এ-ইসলামি প্রার্থী সায়ার রেশিকে পরাজিত করেছেন।

‘সত্যের জয় হয়েছে,’ হরিয়ানা বিধানসভা নির্বাচনে জিতে বললেন বিনেশ ফোগাট

কুস্তিগীর বিনেশ ফোগাট জুলানা আসন থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন। বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেলেও বিনেশ ফোগাটের জয়ে কংগ্রেস সমর্থকদের উচ্ছ্বাস বাড়ছে।

আরও পড়ুন

ভারত-বাংলাদেশ ১ম টি২০: সূর্যকুমাররা জয় ছিনিয়ে নিলেন ১১.৫ ওভারেই  

বাংলাদেশ: ১২৭ (১৯.৫ ওভারে) (মেহেদি হাসান মিরাজ ৩৫ নট আউট, নাজমুল হোসেন শান্ত ২৭,...

মহিলা টি২০ বিশ্বকাপ: অরুন্ধতী-শ্রেয়াঙ্কার বলে আর শেফালি-হরমনপ্রীতের ব্যাটে পাকিস্তানের বাধা টপকাল ভারত      

পাকিস্তান: ১০৫-৮ (নিদা দর ২৮, অরুন্ধতী রেড্ডি ৩-১৯, শ্রেয়াঙ্কা পাটিল ২-১২) ভারত: ১০৮-৪ (১৮.৫ ওভারে)...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?