cc2

ওয়েবডেস্ক: ছোটো ফরম্যাটের ক্রিকেট মানেই রানের ফোয়ারা। আধুনিক সময় টি২০ ক্রিকেট রীতিমতো জনপ্রিয় ক্রিকেটপ্রেমীদের কাছে। টি২০-র প্রায় সবম্যাচেই ছয়, চারের ঝড় দেখা যায়। ফের তেমনই ঘটনা দেখা গেল। তবে সেটি ছোটো ফরম্যাট হলেও টি২০ নয়। টি১০ ক্রিকেট। দিনদিন জনপ্রিয় হচ্ছে এই ফরম্যাটটিও। আর সেই ফরম্যাটেই নজরকাড়া পারফরমেন্স আফঘানিস্তানের উইকেটকিপার-ব্যাটসম্যান মহম্মদ শাহজাদের।

shahzad
মহম্মদ শাহজাদ

বুধবার রীতিমতো ব্যাটিং ঝড় দেখালেন নিজের দল রাজপুতের হয়ে। ১২ বলে করলেন অর্ধশতক। শেষপর্যন্ত ১৬ বলে অপরাজিত ৭৪ রান তাঁর নামের পাশে। ৮টি ছয় এবং ৬টি চার। যার ফলে সিন্ধিসদের বিরুদ্ধে ১০ উইকেটে ম্যাচে জয় তাদের। মাত্র চার ওভারেই নিজেদের লক্ষ্য মাত্রা (৯৫) পৌঁছে যায় তারা। একইসঙ্গে এটিই টি১০-র ক্রিকেটের ইতিহাসে দ্রুত অর্ধশতক।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here