Homeখেলাধুলোক্রিকেটচ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের দল ঘোষণা করল বিসিসিআই

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের দল ঘোষণা করল বিসিসিআই

প্রকাশিত

শনিবার (১৮ জানুয়ারি) মুম্বইয়ে এক সাংবাদিক সম্মেলনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (BCCI)। প্রধান নির্বাচক অজিত আগরকর এবং অধিনায়ক রোহিত শর্মা দল ঘোষণা করেন। রোহিত দলের অধিনায়ক, শুভমন গিল সহ-অধিনায়ক। জসপ্রিত বুমরাহকে ফিটনেসের শর্তে দলে রাখা হয়েছে, আগরকর জানান, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করা হচ্ছে। অন্য দিকে ইংল্যান্ড সিরিজের জন্য বুমরার বিকল্প হিসেবে থাকবেন হর্ষিত রানা।

দলে বড় কোনো চমক নেই, তবে যশস্বী জয়সওয়াল এই প্রথম একদিনের দলে ডাক পেয়েছেন। পুনর্বাসনের মধ্যে থাকা কুলদীপ যাদবকেও ১৫ সদস্যের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। পেস বিভাগে আছেন মহম্মদ শামি, অর্জদীপ সিং এবং বুমরা। তবে মহম্মদ সিরাজকে দলে রাখা হয়নি, যা উল্লেখযোগ্য সিদ্ধান্ত।

অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, যদি বুমরা না খেলতে পারেন, তাহলে নতুন বলে এবং ডেথ ওভারে অর্জদীপ সিং গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন এবং শামি তাঁর সঙ্গী হবেন। এ কারণেই সিরাজকে স্কোয়াডে রাখা হয়নি। স্পিন বিভাগে রবীন্দ্র জাদেজা ও অক্ষর পটেল দু’জনেই দলে আছেন, যদিও তাঁরা এক জায়গার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্য বিকল্প স্পিনার হিসেবে কুলদীপ যাদব ও ওয়াশিংটন সুন্দর দলে রয়েছেন।

হর্ষিত রানা এখনও ভারতের হয়ে হোয়াইট-বল ক্রিকেট খেলেননি, তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছে। যেহেতু তিনি টি-টোয়েন্টি দলেও আছেন, তাই একদিনের সিরিজেও খেলার সুযোগ পেতে পারেন।

মিডল অর্ডারে বিরাট কোহলি, শ্রেয়স আয়ার ও কেএল রাহুল রয়েছেন, ঋষভ পন্থ ব্যাকআপ উইকেটকিপার হিসেবে দলে জায়গা পেয়েছেন। হার্দিক পাণ্ড্য, জাদেজা, অক্ষর ও সুন্দর অলরাউন্ডার হিসেবে দলে আছেন। মূলত বিশ্বকাপ ২০২৩ দলের মতোই এই দল, তবে যশস্বী ও অক্ষরকে খেলানোর জন্য কীভাবে জায়গা তৈরি করা হয় তা দেখার বিষয়।

ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড:

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ (উইকেটকিপার), অর্জদীপ সিং, মহম্মদ শামি, ওয়াশিংটন সুন্দর, অক্ষর পটেল, যশস্বী জয়সওয়াল, রবীন্দ্র জাদেজা, জসপ্রিত বুমরা (ফিটনেস শর্তসাপেক্ষ), কুলদীপ যাদব।

ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের স্কোয়াড:

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, কেএল রাহুল, হার্দিক পাণ্ড্য, ঋষভ পন্থ, মহম্মদ সিরাজ, অর্জদীপ সিং, মহম্মদ শামি, ওয়াশিংটন সুন্দর, অক্ষর পটেল, যশস্বী জয়সওয়াল, রবীন্দ্র জাদেজা, হার্ষিত রানা, কুলদীপ যাদব।

সাম্প্রতিকতম

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশের শুরু হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’

গাজীপুরসহ সারাদেশে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাসীদের ধরতে র‍্যাব, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করছে।

যৌবন ধরে রাখতে চান? বিটরুটের রস হতে পারে আপনার গোপন অস্ত্র

সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে যে, বিটরুটের রস হতে পারে আপনার তারুণ্য ধরে রাখার গোপন অস্ত্র।

মেটায় বড়সড় ছাঁটাই: ৩,৬০০ কর্মী বরখাস্ত, এআই ব্যবহারে জোর সংস্থার

মেটা আগামী সোমবার থেকে ৩,৬০০ কর্মী ছাঁটাই করতে চলেছে। তবে সংস্থাটি মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারদের দ্রুত নিয়োগের ওপর গুরুত্ব দিচ্ছে। ইউরোপের কয়েকটি দেশে স্থানীয় বিধিনিষেধের কারণে কর্মীদের ছাঁটাই করা হবে না।

মাঝরাতে নারকেলডাঙার বস্তিতে আগুন, ঘটনাস্থলে দমকলের ১৬টি ইঞ্জিন, বহু মানুষ নিরাশ্রয়

কলকাতা: আবার আগুন মহানগরীর বুকে। এ বার নারকেলডাঙার বস্তিতে। শনিবার রাতে খালপাড়ের বস্তিতে আচমকা...

আরও পড়ুন

ভারত-ইংল্যান্ড এক দিনের ম্যাচ: শুবমন-শ্রেয়স-অক্ষরের ব্যাটিং, জাদেজা-হর্ষিতের বোলিং-এ জিতলেন রোহিতরা    

ইংল্যান্ড: ২৪৮ (৪৭.৪ ওভার) (জোস বাটলার ৫২, জ্যাকব বেথেল ৫১, রবীন্দ্র জাদেজা ৩-২৬, হর্ষিত...

ভারত-ইংল্যান্ড টি২০: সিরিজের শেষ ম্যাচে এক গুচ্ছ রেকর্ড, করলেন অভিষেক শর্মা, করল ভারত ও ইংল্যান্ড  

কলকাতা: পঞ্চম টি২০ ম্যাচে ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিল ভারত। ২০ ওভারের ম্যাচে অর্ধেকের চেয়ে মাত্র...

ভারত-ইংল্যান্ড টি২০: নিয়মরক্ষার ম্যাচে ব্যাটে-বলে মাত করলেন অভিষেক শর্মা, গুঁড়িয়ে গেলেন বাটলারেরা

ভারত: ২৪৭-৯ (অভিষেক শর্মা ১৩৫, শিবম দুবে ৩০, ব্রাইডন কার্স ৩-৩৮, মার্ক উড ২-৩২) ইংল্যান্ড:...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে