bcci2

ওয়েবডেস্ক: এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে মাঠের ভেতরের পরিস্থিতি খুবই সুন্দর। ওয়েস্ট ইন্ডিজকে দুরমুশ করে টেস্ট সিরিজে এগিয়ে গিয়েছে বিরাট কোহলির ছেলেরা। কিন্তু মাঠের বাইরের পরিস্থিতি কিছুটা অন্যরকম। যার কারণ তরুণ খেলোয়াড় করুণ নায়ার এবং মুরলী বিজয়।

এই দু’জনই অভিযোগ করেন ইংল্যান্ড সিরিজে দলে না নেওয়ার ও বাদ দেওয়ার কারণ জানাতে তাঁদের সঙ্গে কোনো যোগাযোগই করা হয়নি বোর্ডের তরফ থেকে। প্রকাশ্যে এমন ভাবে মুখ খোলায় বোর্ড যে এটিকে ভাল চোখে নেবে না, সেটাই স্বাভাবিক। তাই শোনা যাচ্ছে এই দু’জনকে ডেকে তাঁদের বক্তব্যের কারণ জানতে পারেন কর্তারা।

পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে বোর্ডের এক কর্তা জানিয়েছেন, “ বিজয় এবং করুণ ঠিক করেনি প্রকাশ্যে নির্বাচন নিয়ে কথা বলে। এটা নিয়মভঙ্গ। চুক্তি অনুযায়ী, কোনো খেলোয়াড় সদ্য শেষ হওয়া কোনো সিরিজের ৩০ দিনের মধ্যে সেই সিরিজ নিয়ে কোনো কথা বলতে পারে না। ১১ তারিখ প্রশাসনিক কমিটির একটা বৈঠক আছে হায়দরাবাদে, সেখানে এই নিয়ে কথা হবে”। 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন