kohli-test

ওয়েবডেস্ক: চলতি বছরে আফগানিস্তানের সঙ্গে ঘরের মাঠে প্রথম টেস্ট খেলতে চলেছে ভারত। তবে সেই টেস্টে সম্ভবত খেলতে দেখা যাবে না ভারত অধিনায়ক বিরাট কোহলিকে। চলতি বছরে হতে চলা ইংল্যান্ড সিরিজে ভালো ফল করার জন্য কাউন্টি ক্রিকেটকে বেছে নিয়েছেন কোহলি। সেই নিয়ে জল্পনা এখন তুঙ্গে। শেষমেশ কি দাঁড়ায় সেটা ভবিষ্যতই বলবে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড খুবই আগ্রহী বিরাটকে এই ম্যাচে খেলাতে। অন্তত তাদের কথাতেই তা স্পষ্ট।

১৪ জুন থেকে হতে চলেছে ঐতিহাসিক এই টেস্ট। একটি সর্বভারতীয় দৈনিককে এক সাক্ষাৎকারে বোর্ডের এক কর্তা জানিয়েছেন,”বিরাট টেস্ট না খেলে সেই সময় কাউন্টিতে মনোনিবেশ করলে তা ভারতীয় ক্রিকেটের জন্য কখনোই ভালো বার্তা হবে না। এক বিরূপ বার্তা পৌঁছে দেবে আফগানিস্তান দলের কাছে। পরোক্ষ ভাবে তাদের অসম্মানও করা হবে। শুধু তা-ই নয়, এর ফলে সম্প্রচার সংস্থার সঙ্গেও অন্যায় করা হবে। আর যদি বিরাট কাউন্টি খেলেও, তা হলে একটা টেস্টের জন্য ও নিশ্চয়ই ফিরে আসতে পারবে। তবে ও যদি কাউন্টি খেলতে এতটাই ইচ্ছুক, তা হলে আইপিএল খেলার জন্য কি অনুমতি চেয়েছে ?”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here