shami

ওয়েবডেস্ক: চলতি বছর দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের মাটিতে টেস্টে সিরিজ হেরেছে ভারত। তবে অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজে জয় পেতে মরিয়া বিরাট বাহিনী। টেস্ট দলে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় মহম্মদ শামি। টেস্ট দলে যোগ দেওয়ার আগে বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে নিজেকে তৈরি করছেন তিনি। শামিকে খেলার অনুমতি দিলেও, অস্ট্রেলিয়া সফরের কথা ভেবে ভারতীয় বোর্ড সাফ জানিয়ে দিয়েছে ইনিংসে পনেরো ওভারের বেশি বল করতে পারবেন না শামি। আর যার জন্য ভারতীয় বোর্ডকে একহাত নিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক ও প্রধান নির্বাচক দিলীপ বেঙ্গসরকার।

dilip
দিলীপ বেঙ্গসরকার

টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, “ধরুন আমি অধিনায়ক এবং ও(শামি) নিজের দ্বিতীয় স্পেলে দুই উইকেট নিয়েছে, তাহলে আমি ওকে দিয়েই বল করাব প্রধান ব্যাটসম্যানকে আউট করার জন্য। আমি বলবো না যে ও পনেরো ওভার বল করেছে বলে আর বল করতে পারবে না। আসলে এটা খুবই অদ্ভুত। এরকম আগে কখনও শুনিনি। নেটে বোলিং-ব্যাটিংয়ের থেকেও ম্যাচে সেগুলি বেশি গুরুত্বপূর্ণ। কারণ আপনি সেই আত্মবিশ্বাস এবং রিদিম শুধুমাত্র ২২ গজের মধ্যেই পাবেন। যদি আপনি ভালো পারফর্ম করেন এবং রান ও উইকেট দুটোই পান তাহলে সেটা আপনাকে আত্মবিশ্বাস জোগায়। নেটে দশ ওভার বল করলে সেটা আসে না”।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here