কলকাতা: আগেই ঘোষণা করে দিয়েছিলেন, ইডেনে পঞ্জাবের বিরুদ্ধে রঞ্জি ম্যাচই তাঁর ক্রিকেটজীবনের শেষ ম্যাচ হবে। তা-ই হল। এবং সেই অবসরের দিনটা বেশ ভালোই হল। বাংলার জয় দেখে ক্রিকেটজীবনে ইতি টানলেন ঋদ্ধিমান সাহা। শনিবার ইডেন গার্ডেন্সে আয়োজিত রঞ্জি ম্যাচে পঞ্জাবকে ইনিংস ও ১৩ রানে হারাল বাংলা। অর্থাৎ জিতেই ক্রিকেটকে বিদায় জানালেন বাংলার উইকেটরক্ষক-ব্যাটার। ইডেনে খেলা শেষে সতীর্থদের কাঁধে চেপে মাঠ ছাড়লেন তিনি।
তবে বাংলার এই জয়ের মধ্যেও রয়েছে একটা দুঃখের খবর। শনিবার পঞ্জাবকে হারিয়েও রঞ্জির কোয়ার্টার ফাইনালে যাওয়া হল না অনুষ্টুপ মজুমদারদের। কারণ গ্রুপে প্রথম দু’ দলের মধ্যে থাকতে পারবে না বাংলা।
এ দিন বাংলার এই জয়ের পিছনে রয়েছেন বাংলার পেসার-ব্যাটার সূরজ সিন্ধু জয়সওয়াল। শুক্রবার সূরজ সিন্ধু জয়সওয়াল ১৮৫ বলে ১১১ রান করেন। আর বল হাতে তিনি দুই ইনিংস মিলিয়ে আটটি উইকেট নিয়েছেন। তাঁর দাপটেই পঞ্জাবকে ইনিংসে হারাল বাংলা।

শতরান করে উল্লাস সূরজ সিন্ধু জয়সওয়ালের। ছবি: সঞ্জয় হাজরা।
ম্যাচে প্রথমে ব্যাট করে পঞ্জাব ১৯১ রান করে। সেই ইনিংসে ৪ উইকেট নেন সূরজ। এর পর ব্যাট করতে নেমে বাংলা করে ৩৪৩ রান। সূরজ সিন্ধুর ১১১ রান ছাড়াও রান এসেছিল সুমন্ত গুপ্ত (৫৫ রান), অভিষেক পোড়েল (৫২ রান) এবং অধিনায়ক অনুষ্টুপ মজুমদারের (৩২ রান) ব্যাট থেকে। জয়ের জন্য পঞ্জাবের দরকার ছিল ১৫৩ রান। কিন্তু তারা ইনিংস শেষ করে ১৩৯ রানে। এই ইনিংসেও সূরজ সিন্ধু ৪টি উইকেট পান। বাংলা জিতে যায় ইনিংস ও ১৩ রানে।
এই জয়ের ফলে সাত পয়েন্ট পেল বাংলা। ৭ ম্যাচে ২১ পয়েন্ট সংগ্রহ করে বাংলা এ বারের রঞ্জি শেষ করল। গ্রুপে সাত ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে কেরল। আর হরিয়ানা ছ’ম্যাচে ২৬ পয়েন্ট সংগ্রহ করেছে। তাদের শেষ ম্যাচ চলছে। সেই ম্যাচের ফল যা-ই হোক না কেন, বাংলার কোনও ভাবেই প্রথম দুইয়ে থাকা হচ্ছে না। তাই এ বছরেও কোয়ার্টার ফাইনালে যাওয়া হল না বাংলার।